Wellcome to National Portal
  • 2020-03-04-13-59-43d9f172105079f40a4e2701aa441658
  • 2024-08-07-04-12-2b8b92196f86701e4ee4b14d5d5040ce
Text size A A A
Color C C C C

ফটোগ্যালারি

অদ্য ১৯.০৪.২০২৫ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বয়সের মোট ৫২টি ইভেন্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। অদ্যকার অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ ইউসুফ এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়। কর্তৃপক্ষের ক্রীড়াবিদগণের মাঠে প্রবেশ এবং সকল বিভাগের ক্রীড়াবিদগণের সুশৃঙ্খলিত মার্চপাস্টের পর অদ্যকার ক্রীড়া প্রতিযোগিতা উদযাপনের আহ্বায়ক নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ মশাল প্রজ্বলন নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন। আন্তঃ বিভাগীয় ফুটবল খেলায় টানটান উত্তেজনার ফাইনালে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বন্দর ও পরিবহন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিসাব বিভাগ। মোট ১২ টি বিভাগের ১০টি দলকে হারিয়ে বন্দর ও পরিবহন বিভাগ ও হিসাব বিভাগ আজকের ফাইনালে খেলার সুযোগ পায় এবং ফাইনাল জিতে আজকের ক্রীড়া প্রতিযোগিতার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। হিসাব বিভাগের ফাইনাল জেতার উদযাপন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা ঘটায়। এছাড়া পুরুষ বিভাগে ১০০ মিটার দৌড়ে ১ম, ২০০ মিটার দৌড়ে ২য় এবং ৪০০ মিটার দৌড়ে ১ম হয়ে রাব্বি মোল্লা এবং মহিলা বিভাগে জেমিন চাকমা ডিসকাস থ্রোতে ২য়, বস্তা দৌড়ে ১ম এবং ৪৫ বছরের ঊর্ধ্বে দৌড়ে ২য় হয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ড্রেজিং বিভাগ সর্বাধিক পুরস্কার অর্জন করেছে। তবে, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী নিজ নিজ সাজ-সজ্জা ও সময়োপযোগী বিষয়বস্তু দ্বারা উপস্থিত সকল অতিথিদের মনোযোগ আকর্ষণ করেন। তাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ বিচারকদের বিচারের কার্যক্রমকে অত্যন্ত কঠিন করে ফেলে। কর্তৃপক্ষের আকর্ষণীয় ডিসকাস থ্রো ইভেন্টে চেয়ারম্যান মহোদয় ১ম, সদস্য (প্রকৌশল) মহোদয় ২য় এবং সদস্য (অর্থ) মহোদয় ৩য় স্থান অধিকার করেন। এখানে উল্লেখ্য যে, বিভাগীয় ফুটবলের ফাইনাল খেলা শুরুর প্রাক্কালে চেয়ারম্যান মহোদয় মাঠে গিয়ে উভয় দলের সকল খেলোয়াড় এবং ম্যাচ পরিচালনাকারী রেফারী ও লাইন্সম্যানদ্বয়ের সাথে করমর্দন করেন এবং খেলোয়ারসুলভ আচরণ প্রদর্শনপূর্বক খেলা উপহারের জন্য উৎসাহ প্রদান করেন। সকল ইভেন্ট শেষে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের পাশাপাশি সদস্য (পরিকল্পনা ও পরিচালন), (গ্রেড-২) জনাব ডঃ মোঃ জিয়াউল ইসলাম; সদস্য (প্রকৌশল) যুগ্মসচিব এ,কে,এ,এম ফজলুল হক; সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অবঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন; প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব রকিবুল ইসলাম তালুকদার; পরিচালক (বন্দর ও পরিবহন) ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব এ,কে,এম আরিফ উদ্দিন; পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ; পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) জনাব মোঃ সাইফুল ইসলাম; পরিচালক (হাইড্রোগ্রাফি) বেগম সামসুন নাহার; পরিচালক (ক্রয় ও সংরক্ষণ এবং এস্টেট ও আইন) জনাব এসে এম শাহেদ রেজা; পরিচালক (হিসাব) গোপাল চন্দ্র সাহা এবং এমপ্লয়েজ ইউনিয়নের নেতৃবৃন্দ পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন। (২০২৫-০৪-১৯)
অদ্য ২৭.০৩.২০২৫ খ্রিঃ তারিখে ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিয়ে যাত্রীবাহী নৌযান যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষে নারায়ণগঞ্জ নৌ চ্যানেলে ঝুঁকিমুক্ত করতে বিআইডব্লিউটিএ, নৌ থানা নারায়ণগঞ্জ, নৌ ফাঁড়ি কলাগাছিয়া ও মুক্তারপুর এর সমন্বয়ে বিশেষ যৌথ টহল অভিযান পরিচালিত হয়। কার্যক্রমটি উপপরিচালক, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। (২০২৫-০৩-২৭)
ডিইপিটিসি, বরিশালে ২৫ শে মার্চ রাত ১০.৩০ টা থেকে ১০.৩১ টা পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হয় এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। (২০২৫-০৩-২৬)
আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপত্তা এবং নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিতকল্পে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয় বিআইডব্লিউটিএ'র ঢাকা নদী বন্দর সদরঘাটে বিভিন্ন লঞ্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে যুগ্ম পরিচালক(নৌনিট্রা), ঢাকা নদী বন্দর উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-২৬)
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্তৃপক্ষের ২য় তলায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অতঃপর শহিদের স্মৃতির উদ্দেশ্যে কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রধান কার্যালয়সহ নদী বন্দরগুলোর ভবন,স্থাপনা এবং নৌযানগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা এবং জাতীয় পতাকা সজ্জিত করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ২৫ মার্চ গণহত্যার কালরাতে আলোকসজ্জা করা যাবে না।  বিআইডব্লিউটিএর ৪টি ইকোপার্ক শিশুদের জন্য বিকাল ৪ ঘটিকায় পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজগুলো এদিন পবিত্র মাহে রমজানের কারণে বেলা ১২টা হতে বেলা ৪ টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে উল্লেখ্য যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন নদী বন্দরে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করা হয়েছে। (২০২৫-০৩-২৬)
অদ্য ২৫-০৩-২০২৫খ্রিঃ তারিখে ঈদ উল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রায় আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকায় আরিচা নদী বন্দরের সকল শাখা প্রধানগণ এবং অফিসার ইনচার্জ পাটুরিয়া (নৌপুলিশ) উপস্থিতি। এ সময় ঘাটে নিয়োজিত ট্রাফিক সুপারভাইজার এবং নৌ পুলিশের সদস্যদের আন্তরিকতার সাথে যাত্রী সেবা প্রদানের অনুরোধ করা হয় এবং ওভারলোডিং নিয়ন্ত্রণে সকলকে নির্দেশনা প্রদান করা হয়। (২০২৫-০৩-২৫)
অদ্য ২৫.০৩.২০২৫ খ্রিঃ তারিখে দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ফেরীঘাটে ঈদ উল ফিতর উপলক্ষে বিআইডব্লিউটিএর ঈদ যাত্রার প্রস্তুতি, কার্যক্রম পরিদর্শন করেন "ডিসি মহোদয় রাজবাড়ী" উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), অফিসার ইনসার্চ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাগণ। (২০২৫-০৩-২৫)
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল কালরাত নেমে এসেছিল। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সে রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সার্চলাইট'। আজ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিআইডব্লিউটিএ ভবনের ১১ তলায় অবস্থিত মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত করা হয়েছে। এ উপলক্ষে সারা দেশে রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট প্রতীকী 'ব্ল্যাক আউট' পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। (২০২৫-০৩-২৫)
অদ্য ২৫.০৩.২০২৫ খ্রিঃ তারিখে আসন্ন পবিত্র ঈদুল উল ফিতর -২০২৫ উপলক্ষে ভৈরব- -আশুগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রণাধীন ভৈরব বাজার লঞ্চ ঘাট ও স্পীডবোট ঘাট কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনও মহোদয়গণ পরিদর্শন করেন। যাত্রী সাধারনের আগমন-নির্গমনের ক্ষেত্রে কোন রকম হয়রানি স্বীকার না হয় সে লক্ষ্যে বন্দর কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দিন খানকে নির্দেশ প্রদান করেন এবং লঞ্চ ঘাট ও স্পীডঘাটের পরিস্কার-পরিছন্নতা দেখে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। (২০২৫-০৩-২৫)
অদ্য ২৫.০৩.২০২৫ খ্রিঃ তারিখে আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রী চলাচল নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন রাখতে ঢাকা নদী বন্দরের সদরঘাট টার্মিনাল এলাকার টং দোকান ও হকার উচ্ছেদে বন্দর কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও নিবিড় সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছে। (২০২৫-০৩-২৫)
অদ্য ২৪-০৩-২০২৫খ্রিঃ তারিখে ঈদ উল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রায় সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট মানিকগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবালয়, অফিসার ইনচার্জ শিবালয় এবং অফিসার ইনচার্জ পাটুরিয়া (নৌপুলিশ). (২০২৫-০৩-২৪)
অদ্য ২৪.০৩.২০২৫ খ্রিঃ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্র পথে (চট্টগ্রাম-সন্দ্বীপ) ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি সার্ভিস-এর উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে সরাসরি এই ফেরি সেবা চালুর মধ্য দিয়ে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানসহ ০৩ জন সচিব মহোদয়; চেয়ারম্যান (বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং বিআরটিসি); মহাপরিচালক (কোস্টগার্ড এবং নৌ পরিবহন অধিদপ্তর); বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক এবং পুলিশ সুপার (চট্টগ্রাম), সেনাবাহিনী ও ‌নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, কর্তৃপক্ষের সদস্য (পরিঃ ও পরিঃ ও প্রকৌশল) মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল এ ফেরি সেবার মধ্যে দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হল। অদ্যকার সকালে বাঁশবাড়িয়া প্রান্তে ফেরি সার্ভিস এবং ফেরিঘাট উদ্বোধনের প্রাক্কালে ঢাকা-সন্দ্বীপ বিআরটিসি'র শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল করিম খান মহোদয়। সুধী সমাবেশ সঞ্চালনা করেন এ,কে,এম আরিফ উদ্দিন পরিচালক (বন্দর ও পরিবহন) এবং মাসুমা জান্নাত উপজেলা নিবার্হী কর্মকর্তা, কর্ণফুলী)। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়। (২০২৫-০৩-২৪)
অদ্য ২৪-০৩-২০২৫ খ্রিঃ তারিখে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চলের নিরাপত্তা পরিকল্পনায় আরিচা, পাটুরিয়া এবং দৌলতদিয়ায় মোতায়েনকৃত নৌ পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার (নৌপুলিশ) ফরিদপুর অঞ্চল। এসময় নৌ পুলিশের অন‍্যান‍্য সিনিয়র কর্মকর্তাদের সাথে শিবালয় থানার অফিসার ইনচার্জ, বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর কর্মকর্তা), বিআইডব্লিউটিসি-এর এজিএম সহ তাদের সহকর্মীগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-২৪)
অদ্য ২৩.০৩.২০২৫খ্রিঃ তারিখে সকাল ১০:৩০ ঘটিকা হতে ১৩:১৫ ঘটিকা পর্যন্ত ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালে বিআইডব্লিউটিএর ২জন নির্বাহী ম্যাজিেষ্ট্রেটের নেতৃত্বে লঞ্চের সম্মুখে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা না থাকায় ১০টি লঞ্চকে ৫০,০০০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে। নিরাপদ নৌ যাত্রায় বিআইডব্লিউটিএ'এর সাথে থাকুন। (২০২৫-০৩-২৩)
অদ্য ২৩.০৩.২০২৫ খ্রিঃ তারিখে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রায় গোয়ালন্দ ঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, বিদ‍্যুৎ সংযোগ স্থাপন কার্যক্রম ও ফেরীঘাট এলাকা আরিচা নদী বন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা জনাব সেলিম শেখ পরিদর্শন করেন এবং ঘাটে নৌ সচেতনতামূলক ব‍্যানার, স্পীডবোট ও লঞ্চের মাষ্টার ও ড্রাইভারদের করণীয় বিষয়ে সচেতনতামূলক ব‍্যানার ও ভাড়ার তালিকা সম্বলিত ব্যানার টানানো কার্যক্রমে তদারকি করেন। (২০২৫-০৩-২৩)
আগামীকাল ২৪.০৩.২০২৫ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এবং সন্দ্বীপ থানার গুপ্তছড়া নৌপথে বহুল প্রত্যাশিত সরাসরি ফেরি সার্ভিস ও উভয়পাড়ের ফেরি ঘাট উদ্বোধন হতে যাচ্ছে। এতদবিষয়ে সন্দ্বীপের উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সুধী সমাবেশে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের অনুষ্ঠান সার্থক করতে অদ্য ২৩.০৩.২০২৫খ্রিঃ তারিখ সকালে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের সামগ্রিক কর্মকাণ্ড পুনরায় পরিদর্শন করেছেন। এছাড়া সন্দ্বীপের সুধী সমাবেশস্থল জনাবা ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্রগ্রাম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, কর্তৃপক্ষের এ,কে,এম আরিফ উদ্দিন, পরিচালক (বন্দর ও পরিবহন); অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর:) মহোদয় একত্রে পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ও পরিচালক মহোদয় অনুষ্ঠানস্থলের মঞ্চ, সাউন্ড সিস্টেম, ফেস্টুন, আসন বিন্যাস, এলইডি ব্যানার, গাড়ী ব্যবস্থাপনাসহ সামগ্রিক বিষয় নিয়ে চলমান ত্রুটিবিচ্যুতি দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন। (২০২৫-০৩-২৩)
অদ্য ২৩.০৩.২০২৫ খ্রিঃ নারায়ণগঞ্জ নদী বন্দরের লঞ্চ টার্মিনালের ভিআইপি সম্মেলন কক্ষে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আসন্ন ঈদ উল ফিতর-২০২৫ উপলক্ষে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিতকরণ শীর্ষক এক মত বিনিময় সভার আয়োজন করা হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন যুগ্ম পরিচালক (বন্দর) মহোদয়। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন উপ পরিচালক, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, উপ পরিচালক, বন্দর,সহকারী পরিচালক RAB-১১, সহকারী পরিচালক, নৌসওপ, অফিসার ইনচার্জ , সদর নৌথানা, নারায়ণগঞ্জ; অফিসার ইনচার্জ (তদন্ত)সদর থানা, নারায়ণগঞ্জ; সভাপতি (যাপ) সংস্থা, নারায়ণগঞ্জ জোন এবং লঞ্চ মালিকসহ অন্যান্য প্রতিনিধিগণ। (২০২৫-০৩-২৩)
অদ্য ২২.০৩.২০২৫ খ্রিঃ তারিখে পরিচালক(উপ-সচিব) আইএমইডি, প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালকসহ টঙ্গী হতে সদরঘাট পর্যন্ত ওয়াকওয়ের চলমান ও সমাপ্ত কার্যক্রম স্পীডবোটযোগে পরিদর্শন করেন। (২০২৫-০৩-২২)
ঈদ উল ফিতর-২০২৫ উপলক্ষে যাত্রী সাধারণের সুষ্ঠু চলাচল নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা নদী বন্দরের কার্যক্রম। (২০২৫-০৩-২২)
অদ্য ২০.০৩.২০২৫ খ্রিঃ তারিখে চায়না কনষ্ট্রাকশন ফিফথ ইন্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন লিমিটেড, বাংলাদেশ ডিভিশন (China Construction Fifth Engineering Division Corporation Limited, Bangladesh Division) এর জেনারেল ম্যানেজার মিঃ ড্যানি আজ বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন (২০২৫-০৩-২০)
অদ্য ১৮.০৩.২০২৫খ্রিঃ তারিখ বিকেল ৩.৩০ ঘটিকায় ঢাকা নদী বন্দর টার্মিনাল ভবনে সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব ড. মোঃ জিয়াউল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে ঈদ উল ফিতর-২০২৫ এর যাত্রী পরিবহনের সুষ্ঠু নিরাপত্তা ও নিরাপদ নৌ চলাচলে এক জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিচালক (নৌ-নিট্রা, নৌসওপ, বন্দর), কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট; ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট; নৌপুলিশ, কোস্ট গার্ড, ডিএমপি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, ইজারাদার, মালিক সমিতি, নৌযান শ্রমিকদের প্রতিনিধি এবং স্থানীয় সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-১৮)
অদ্য ১৩.০৩.২০২৫খ্রিঃ তারিখে কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ সম্ভাব্য ৩১.০৩.২০২৫/০১.০৪.২০২৫ খ্রিঃ তারিখ বিবেচনায় এনে নৌ পথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা বিধানকল্পে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়ের সভাপতিত্বে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থা, নৌযান মালিক/ শ্রমিক এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ঈদ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।মূলত গত ০৬.০৩.২০২৫ খ্রিঃ তারিখে বাংলাদেশ সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে মাননীয় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয়ের সভাপতিত্বে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে অনুষ্ঠিত গৃহীত জরুরী ঈদ প্রস্তুতি সভার সিদ্ধান্তসমূহ সুচারুরূপে মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী বিভিন্ন দপ্তর এবং আন্তঃ বিভাগীয় সমন্বয়ের জন্য আয়োজন করা হয়। অদ্যকার সভায় বিআইডব্লিউটিএ'এর বিভিন্ন বিভাগসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে যাত্রী নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হল: ১.আসন্ন ইদ যাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় না করা। প্রত্যেক লঞ্চের নির্ধারিত স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার রেট চার্ট প্রদর্শন করতে হবে। অন্যথায় মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ২. ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ী ব্যক্তিদের শুধু জরিমানাই করা হবে না অধিকন্তু ঐ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন কোনো জলযান নৌপথে চলাচল করতে পারবে না। ৩. কোনো লঞ্চ বা ফেরী সিরিয়াল ব্রেক করে চলতে পারবে না। নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ৪. সদরঘাট বা অন্যান্য ইজারাযুক্ত লেবার হ্যান্ডেলিং ঘাট/পয়েন্টে লেবার/কুলি/পোর্টার দ্বারা যাত্রীদেরকে কোনোরূপ হয়রানি করতে পারবে না। কোনো অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না। প্রত্যেক অনুমোদিত পোর্টার/কুলিকে স্ব স্ব ইজারাদারের পক্ষ থেকে নির্ধারিত ইউনিফর্ম এবং নেইম প্লেট প্রদর্শিত থাকতে হবে। বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাকে এ বিষয়ে তদারকি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ৫. নৌযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে রাতে চলাচলকারী লঞ্চে আনসার সদস্য নিযুক্ত করার নির্দেশনা পূর্বে দেয়া হয়। রাতে চলাচলকারী দূরপাল্লাগামী লঞ্চগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ৪জন করে আনসার সদস্য নিয়োগের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে কোনো দুর্ঘটনা সংগঠিত হলে মালিকপক্ষ দায়ী থাকবেন। আনসার সদস্যদেরকেও তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ৬. লঞ্চে বা ফেরীঘাটে কর্মরত স্টাফদের নির্ধারিত ইউনিফর্ম এবং আইডি কার্ড থাকতে হবে। ৭. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদীসহ সকল অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে কোস্ট গার্ড, নৌ পুলিশের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল থাকবে। ৮. রাতের বেলায় স্পীড বোট ও ২৬.০৩.২০২৫ থেকে ০৫.০৪.২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত দিন ও রাতে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। নৌপুলিশ ও কোষ্ট গার্ডের পাশাপাশি নৌবাহিনীও নৌপথের নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করবেন। ৯. ১৫ রমজান হতে ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে মর্মে নৌ উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা পুনরায় সকলকে স্মরণ করিয়ে দেয়া হয় এবং কোনো ভাবেই রাস্তার উপরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা যাবে না। সংশ্লিষ্ট পুলিশ বাহিনী বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবেন। প্রয়োজনে রেকার দিয়ে অভিযুক্ত বাসগুলোকে সড়িয়ে দিতে হবে। ১০. প্রত্যেক ঘাট এলাকায় যাত্রীদের জানমাল নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন যেমন: জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে সংশ্লিষ্ট জেলার কতিপয় দপ্তর গুলোর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ১১. যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নাশকতামূলক কর্মকান্ডের বিষয়ে সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং এতদ বিষয়ে ঢাকা নদী বন্দরে নির্মিত ওয়াচ টাওয়ার হতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থার উপস্থিতিতে রোস্টার ডিউটির মাধ্যমে দায়িত্ব প্রদান করা যেতে পারে। ১২. লঞ্চে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র (NID) এর কপি সংগ্রহ করে টিকিট প্রদানের জন্য লঞ্চ মালিক সমিতি ও বাঅনৌচ(যাপ) সংস্থাকে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। ১৩. টার্মিনাল সমূহে সতর্কতামূলক বাণী ও নৌ বিজ্ঞপ্তি মাইকে প্রচার, ডিসপ্লে মনিটরে প্রদর্শন ও লঞ্চের টেলিভিশন মনিটরের প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ এবং লঞ্চ মালিক সমিতি ও বাঅনৌচ (যাপ) সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে। ১৪. নৌ পথে চলাচলকারী যাত্রী সাধারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা হট লাইন নম্বর-৯৯৯ এবং যাত্রী সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ'র হট লাইন নম্বর-১৬১১৩ এ যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট নম্বর ২টি সর্বসাধারণকে অবহিত করার জন্য ব্যাপক প্রচার করতে হবে। এছাড়া ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে গঠিত বিআইডব্লিউটিএ'র কন্ট্রোল রুমের নম্বর, হট লাইন নম্বর এবং প্রধান কার্যালয় ও ঢাকা নদী বন্দর হতে মোট ২জন কর্মকর্তার নাম, মোবাইল নম্বর ও মেইল এ্যাড্রেস আবহাওয়া অধিদপ্তরে প্রেরণ করতে হবে। ১৫. সদরঘাট ও লঞ্চসমূহে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন এবং জনগণকে ডাস্টবিন ব্যতীত নদীতে কিংবা পন্টুন/গ্যাংওয়েতে ময়লা আবর্জনা ফেলতে নিরুৎসাহিত করতে মাইকিং, লিফলেট ও প্রচারণা সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে করতে হবে। এছাড়া সকল ঘাটের ইজারাদারকে এতদ বিষয়ে স্বেচ্ছাসেবক নিয়োজিত করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য বলা হয়েছে। ১৬. নৌ পথে যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য উদ্ধারকারী জলযান প্রস্তুত রাখতে বলা হয়েছে। ১৭. লঞ্চে অগ্নি দুর্ঘটনার রোধকল্পে ঢাকা নদী বন্দরসহ গুরুত্বপূর্ণ নদী বন্দর এলাকায় দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থা গ্রহণ করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে সর্বদা তৎপর থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনের সফল স্থানে ভাসমান নৌ ফায়ার স্টেশনে স্থাপন করা যেতে পারে। ১৮. ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ অনুযায়ী গণপরিবহন লঞ্চে ধূমপান নিষিদ্ধ। এতদ বিষয়ে সতর্কতামূলক ঘোষণা প্রচার করা যেতে পারে। ১৯. নদীতে এলোমেলোভাবে ট্যাঙ্কার, লঞ্চ, কোস্টার বার্জ ইত্যাদি নৌযান এবং চলাচল নিয়ন্ত্রণ করা যেতে পারে। ২০. সদরঘাটে আগত লঞ্চ সমূহের নিয়ম কানুন অনুসরণ করে সুশৃঙ্খল বার্থিং করতে হবে। বিশৃঙ্খলাকারী লঞ্চের বিরুদ্ধে যাত্রা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। ২১. ঢাকা নদী বন্দরের সদরঘাট হতে ফতুল্লা পর্যন্ত নৌপথে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত গতিসীমা ৬ নটিক্যাল মাইল অনুযায়ী এবং অন্যান্য পথে নিরাপদ গতিতে নৌযান পরিচালনা করতে হবে। ২২. ১২০ ফুট দৈর্ঘ্যের প্রতিটি লঞ্চে সর্বোচ্চ ২টি ১২০ ফুট হতে ২০০ ফুট দৈর্ঘ্যের প্রতিটি লঞ্চের সর্বোচ্চ ৪টি এবং ২০১ ফুট হতে ৩০০ ফুট দৈর্ঘ্যের প্রতিটি লঞ্চের সর্বোচ্চ ৬টি মোটরসাইকেল বরাবর করতে পারবে। মোটরসাইকেলের ওজন এবং আকৃতি বিবেচনায় ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত ৩০০ টাকা এবং ঢাকা থেকে চাঁদপুরের ডাউনে প্রতিটি মোটরসাইকেল বহনের জন্য ৫০০ টাকা ভাড়া আদায় করতে পারবে। ২৩. কালবৈশাখী মৌসুম চলমান থাকায় নৌ চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ২৪. যাত্রী সাধারণ নিরাপদ চলাচলের স্বার্থে বিআইডব্লিউটিএর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা যেতে পারে। অদ্যকার সভায় আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (পরিঃ ও পরিঃ) জনাব ডঃ মোঃ জিয়াউল ইসলাম, সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অবঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন ও সদস্য (প্রকৌশল) একেএম ফজলুল হক মহোদয়সহ এবং প্রায় সকল বিভাগীয় প্রধানগণ। এছাড়া বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিগণ, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, নৌপুলিশ, ট্রাফিক পুলিশ, যাত্রী পরিবহন সংস্থা, লঞ্চ মালিক, র‍্যাব, এনএসআই, বিআইডব্লিউটিসি, আবহাওয়া অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের বিভিন্ন প্রস্তাবসমূহ ও করণীয় কার্যপত্র উপস্থাপন করেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জনাব সাইফুল ইসলাম মহোদয়। (২০২৫-০৩-১৩)
বিআইডব্লিউটিএ মাদারীপুরস্থ শীপ পারসোনেল ট্রেনিং ইন্সটিটিউট (SPTI) মাদারীপুরে ২০২৪ইং শিক্ষাবর্ষে মোট ৩৯ জন মেরিন শিক্ষানবিশ সফলতার সহিত তাদের মেরিন শিক্ষানবিশ কোর্স সম্পন্ন করেছেন তন্মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌযানে ৩৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাকি ৪জন বিভিন্ন কাজে সংযুক্ত থাকায় অতিসত্বর নৌযানে যোগ দিবেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, অভ্যন্তরীণ নৌপথে দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরীর লক্ষ্যে ডেকে ও ইঞ্জিন বিভাগে নৌ শিক্ষানবিশ তৈরীসহ নৌযান কর্মীদের আধুনিক, বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এছাড়া নৌযানের মাস্টার, ড্রাইভার, মার্কম্যান, পাইলট এবং মাস্টার পাইলট পদে কর্মদক্ষতা বৃদ্ধি এবং পদোন্নতির জন্য ইনসার্ভিস কোর্সটি অত্যন্ত সহায়ক। (২০২৫-০৩-০৭)
০৬.০৩.২০২৫ খ্রিঃ তারিখে বাংলাদেশ সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন পবিত্র ইদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে মাননীয় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয়ের সভাপতিত্বে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি জরুরী ইদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সভায় নৌপরিবহন উপদেষ্টা বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রদেয় একগুচ্ছ নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হল: ১. আসন্ন ইদ যাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় না করা। প্রত্যেক লঞ্চের নির্ধারিত স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার রেট চার্ট প্রদর্শন করতে হবে। অন্যথায় মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ২. ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ী ব্যক্তিদের শুধু জরিমানাই করা হবে না অধিকন্তু ঐ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন কোনো জলযান নৌপথে চলাচল করতে পারবে না। ৩. কোনো লঞ্চ বা ফেরী সিরিয়াল ব্রেক করে চলতে পারবে না। নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ৪. সদরঘাট বা অন্যান্য ইজারাযুক্ত লেবার হ্যান্ডেলিং ঘাট/পয়েন্টে লেবার/কুলি/পোর্টার দ্বারা যাত্রীদেরকে কোনোরূপ হয়রানি করতে পারবে না। কোনো অতিরিক্ত চার্জ আদায় করতে পারবে না। প্রত্যেক অনুমোদিত পোর্টার/কুলিকে স্ব স্ব ইজারাদারের পক্ষ থেকে নির্ধারিত ইউনিফর্ম এবং নেইম প্লেট প্রদর্শিত থাকতে হবে। বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাকে এ বিষয়ে তদারকি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এসময় উপদেষ্টা মহোদয় যে সকল জলযানের ফিটনেস নেই তাদেরকে অবিলম্বে ফিটনেস সনদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ৫. নৌযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে রাতে চলাচলকারী লঞ্চে আনসার সদস্য নিযুক্ত করা হবে উল্লেখ করে উপদেষ্টা মহোদয় বলেন, রাতে চলাচলকারী দূরপাল্লাগামী লঞ্চগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ৪জন করে আনসার সদস্য নিয়োগের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে কোনো দুর্ঘটনা সংগঠিত হলে মালিকপক্ষ দায়ী থাকবেন। আনসার সদস্যদেরকেও তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ৬. লঞ্চে বা ফেরীঘাটে কর্মরত স্টাফদের নির্ধারিত ইউনিফর্ম এবং আইডি কার্ড থাকতে হবে। ৭. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদীসহ সকল অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে কোস্ট গার্ড, নৌ পুলিশের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল থাকবে। ৮. রাতের বেলায় স্পীড বোট ও বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আর ইদের আগে ৫দিন ও পরে ৫দিন দিনের বেলায়ও বন্ধ থাকবে বাল্কহেড। নৌপুলিশ ও কোষ্ট গার্ডের পাশাপাশি নৌবাহিনীও নৌপথের নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করবেন। ৯. ১৫ রমজান হতে ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে মর্মে উল্লেখ করে নৌ উপদেষ্টা মহোদয় বলেন, কোনো ভাবেই রাস্তার উপরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা যাবে না। সংশ্লিষ্ট পুলিশ বাহিনী বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবেন। প্রয়োজনে রেকার দিয়ে অভিযুক্ত বাসগুলোকে সড়িয়ে দিতে হবে। এছাড়া ঈদযাত্রার প্রস্তুতি দেখতে উপদেষ্টা মহোদয় সদরঘাটসহ বিভিন্ন নৌরুটের বিভিন্ন স্পটে আকস্মিক পরিদর্শনে যাবেন বলে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়, পরিচালক (নৌনিট্রা) জনাব সাইফুল ইসলামসহ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানগণ, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, নৌ পুলিশ, লঞ্চ মালিক, যাত্রী পরিবহন সংস্থা, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-০৬)
অদ্য ০১.০৩.২০২৫খ্রিঃ তারিখে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়ের ২দিনব্যাপী চট্টগ্রাম সফরের ২য় দিনে আসন্ন ০৫.০৩.২০২৫খ্রিঃ তারিখে উদ্বোধনে অপেক্ষাধীন বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরী নৌপথের উভয় প্রান্তের ঘাট প্রস্তুত সংক্রান্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে প্রধান প্রকৌশলী (পুর), প্রধান প্রকৌশলী (ড্রেজিং), পরিচালক (নৌ-সওপ), যুগ্ম পরিচালক (নৌ-সওপ, চট্টগ্রাম ও বরিশাল), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর, বরিশাল সার্কেল), যুগ্ম পরিচালক (টাইড), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর, চট্টগ্রাম), উপ-পরিচালক (বওপ) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (২০২৫-০৩-০১)
বিআইডব্লিউটিএ'র সুযোগ্য সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব ড. জিয়াউল ইসলাম স্যার, পরিচালক (বওপ) জনাব এ,কে,এম আরিফ উদ্দিন এবং যুগ্ম পরিচালক (হিসাব) জনাব মোঃ খুরশীদ আলম ২৬/০২/২০২৫ - ২৭/০২/২০২৫ পর্যন্ত খুলনা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন মোংলা- ঘষিয়াখালী খাল টোল ষ্টেশন, বিভিন্ন ঘাট পয়েন্ট , বন্দর ভবন এলাকা ও ড্রেজার বেইজ পরিদর্শন করেন। এছাড়াও ড্রেজার বেইজ মিলনায়তনে খুলনা ও নওয়াপাড়া নদী বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন। (২০২৫-০২-২৭)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং বাঅনৌপ কর্তৃপক্ষের বিদায়ী সদস্য (প্রকৌশল) জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে অদ্য ২৭.০২.২০২৫ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার বিকাল ০৩:০০ ঘটিকায় ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন (১১ তলায়) কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) জনাব কাজী ওয়াকিল নওয়াজ মহোদয়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন (অবঃ) এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব মোঃ রকিবুল ইসলাম তালুকদার মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সদস্য প্রকৌশল মহোদয়ের কর্তৃপক্ষে কর্মরত সময়কালে স্বকীয় ব্যক্তিত্ব, সদাহাস্যজ্জল অনুপ্রেরণা, কাজের প্রতি গভীর পর্যবেক্ষণ এবং মনোনিবেশের প্রতি অদ্যকার সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় এবং সভাপতি মহোদয় বিশেষভাবে আলোকপাত করেন। বিদায়ী সদস্য মহোদয়ের অনুপস্থিতি সকলকে গভীরভাবে শূন্যতার সৃষ্টি করবে মর্মে সমাপনী বক্তব্যে পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মহোদয় উল্লেখ করেন। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, উপ-পরিচালক (হিসাব), প্রধান কার্যালয়। বিদায়ী অনুষ্ঠানের শেষ লগ্নে কর্তৃপক্ষ, অফিসার্স এসোসিয়েশন, যান্ত্রিক ও নৌ-প্রকৌশল এবং ডিজাইন এন্ড মনিটরিং বিভাগের পক্ষ থেকে সকল বিভাগীয় প্রধানগণ ও তাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়। (২০২৫-০২-২৭)
অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় ভোলা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন বেতুয়া লঞ্চঘাট পরিদর্শন করেন। (২০২৫-০২-২৪)
আশুগঞ্জ কার্গো টার্মিনাল নির্মাণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে.... (২০২৫-০২-১৩)
ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল বন্দর নিয়ে অদ্য ১২.০২.২০২৫খ্রিঃ তারিখে চট্টগ্রাম বন্দর ভবনে বিআইডব্লিউটিএ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে উভয় সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (২০২৫-০২-১২)
নারায়ণগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রণাধীন মুক্তারপুর শাহ সিমেন্ট এলাকায় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর তীরে সীমানা পিলার স্থাপনে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। অদ্য ১২.০২.২০২৫খ্রিঃ তারিখে শাহ সিমেন্ট এলাকায় ১৫ টি সীমানা পিলার স্থাপন জরিপ সম্পন্ন হয়েছে। (২০২৫-০২-১২)
বিআইডব্লিউটিএ'র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) গ্রেড-২ জনাব ড. মোঃ জিয়াউল ইসলাম অদ্য ১২.০২.২০২৫ খ্রিঃ বিআইডব্লিউটিএ'র চট্টগ্রাম দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। (২০২৫-০২-১২)
নৌবাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণ, আধুনিক বন্দর সু্বিধাদি প্রদান ও কর্তৃপক্ষের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং দ্বৈত প্রশাসনিক জটিলতা ( জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ) নিরসনকল্পে চাঁদপুর নদী বন্দর নিয়ন্ত্রণাধীন হাজীগঞ্জ এলএসসি ঘাট ও বার্দিং চার্জ পয়েন্ট শুল্ক আদায়কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা জনাব মোঃ বছির আলী খান এবং নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শরীফ আহম্মদ মাহফুজ উল আলম মোল্লা... (২০২৫-০২-১২)
অদ্য ১১.০২.২০২৫খ্রিঃ তারিখে নৌ-দুর্ঘটনায় দক্ষতা ও দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ সম্পাদনের লক্ষ্যে ডুবুরী/উদ্ধার কর্মীদের "বার্ষিক মহড়া-২০২৫" এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো: জিয়াউল ইসলাম, সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বাঅনৌপক, মহোদয়ের উপস্থিতিতে মহড়া পরিদর্শন করেন। (২০২৫-০২-১১)
উপকূলীয় অভিযাত্রায়, সন্দ্বীপবাসীর সেবায় নতুন দিগন্তে, বিআইডব্লিউটিএ… (২০২৫-০২-১১)
বরিশালের কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী ইউনিটের বার্ষিক মহড়া.... (২০২৫-০২-১০)
০৮/০২/২০২৫ তারিখ জনাব কবির আহামদ, প্রধান (অতিরিক্ত সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন ওয়াকওয়ে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন ও বাস্তব অগ্রগতি নিয়ে ঠিকাদার ও প্রকল্প সংশ্লিস্ট প্রকৌশলীদের উপস্থিতিতে নারায়নগঞ্জ ড্রেজার বেইজে সভা করেন। সভায় ঠিকাদারদের দ্রততার সাথে কাজগুলো সম্পন্নের নির্দেশনা প্রদান করেন। (২০২৫-০২-০৮)
অদ্য ৮-২-২০২৫ তারিখের মংলা টু পাকশি ড্রেজিং প্রকল্পের আওতায় মংলা টু ঘাষিয়াখালি চ্যানেলের ড্রেজিং অগ্রগতি সরজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক ও বিআইডব্লিউটিএর প্রতিনিধিগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। (২০২৫-০২-০৮)
অদ্য ০৭/০২/২০২৫ইং তারিখে "নগরবাড়িতে আনুষাঙ্গিক সুবিধাদিসহ নদী বন্দর নির্মাণ" প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন, পরিকল্পনা কমিশনের প্রধান (অতিরিক্ত সচিব) জনাব কবির আহমদ, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জনাব মাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী , পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। (২০২৫-০২-০৭)
গত ০১.০২.২০২৫খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নৌবিহার, বিশেষ সাধারন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ সুন্দরবন-১৬ লঞ্চে ঢাকা-চাদঁপুর নৌপথে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পরিপাটি সকালের নাস্তা, সুস্বাদু দুপুরের খাবার, শীতকালীন বিকালের নাস্তা পিঠা, মনমাতানো সাংস্কৃতিক গান ও নাচের সংমিশ্রণ, মজাদার হাউজি খেলা, যাদুর মোহনীয়তা ও আকর্ষণীয় রেফেল ড্র সামগ্রিক অনুষ্ঠানকে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মকর্তাদের পরিবারের সদস্য তথা আগত সম্মানিত অতিথিদের মাতিয়ে রাখে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয় সস্ত্রীক উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কর্তৃপক্ষের সদস্য (পরিঃ ও পরিঃ, প্রকৌশল এবং অর্থ)ত্রয় উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় সকল বিভাগীয় প্রধানগণসহ কর্তৃপক্ষের অধিকাংশ কর্মকর্তাগণ সপরিবারে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডে সৌন্দর্য্য ও পরিচ্ছন্ন কার্যক্রমের ব্যাপক নিদর্শন রাখেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়সহ সমগ্র কার্যনির্বাহী পরিষদ। সারাদিনের অনেকগুলো কার্যক্রমের মধ্যে আরেকটি দৃষ্টিনন্দন অধ্যায় ছিল অফিসার্স এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা-২০২৫ (extraordinary general meeting) অনুষ্ঠান। ২০২৪ সালে এসোসিয়েশনের নির্বাচন পরবর্তী বিগত একবছরের কর্মকাণ্ড সাধারণ সম্পাদক এ,কে,এম আরিফ উদ্দিন (পরিচালক, বন্দর ও পরিবহন) পেশ করেন। এছাড়া এসোসিয়েশনের সভাপতি রকিবুল ইসলাম তালুকদার (প্রধান প্রকৌশলী, ড্রেজিং) এজিএমসহ সামগ্রিক অনুষ্ঠানে দায়িত্বশীল ও ভূয়সী প্রশংসার ভূমিকা রাখেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ এসোসিয়েশনের গঠনতন্ত্রের কতিপয় ধারা ও নির্বাচনী ব্যবস্থায় সংশোধনের ব্যাপারে উপস্থিত কর্মকর্তাগণের সম্মতি নেয়া হয়। এক কথায় এক অভূতপূর্ব সমন্বয়ের নৌবিহার উপভোগ করলো সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ। শেষ মুহূর্তে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য ছিল মনোমুগ্ধকর শেষ ছোঁয়া। উপস্থিত অতিথিবৃন্দ সারাদিনের প্রতিটি ছোট ছোট ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মূল ও উপ কমিটির সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন.... (২০২৫-০২-০১)
আসসালামু আলাইকুম, গতকাল ২৬.০১.২০২৫ খ্রিঃ তারিখে কর্তৃপক্ষে সদ্য যোগদানকৃত ২য় শ্রেণীর কর্মকর্তাবৃন্দকে বিয়াম ফাউন্ডেশনে সম্পাদিত কর্মশালায় কর্তৃপক্ষের সামগ্রিক বিষয়ে ধারনা প্রদান করেন কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা। (২০২৫-০১-২৬)
২৬/০১/২০২৫ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'এর ঘোড়াশাল নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল মৌজায় ঘোড়াশাল বাজার হতে সাদ্দাম মার্কেট পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীরভূমিতে সীমানা পিলারের অভ্যন্তরে কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা বিবরন নিম্নরূপ: ১। একতলা বিল্ডিং =১৫টি; ২। আধাপাকা বিল্ডিং =৩৭টি; ৩। টিনসেড ঘর। = ৯৪টি; ৪। টং ঘর = ১৪৫টি; ৫। ছ-মিল = ০২টি ৬। মোট = ২৯৩টি ৭। উদ্ধারকৃত জায়গার পরিমান = ৭.০০ একর। (২০২৫-০১-২৬)
অদ্য ২৬.০১.২০২৫খ্রিঃ তারিখে কর্তৃপক্ষের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন ১১ তলায় "বিআইডব্লিউটিএ'র বিভিন্ন বিভাগের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তদন্ত প্রতিবেদন লিখন ও সুপারিশ প্রণয়নে অনুসরণীয় বিষয়াদি" সংক্রান্ত ইন হাউস প্রশিক্ষণ/কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ/কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য (অর্থ)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) বিআইডব্লিউটিএ, ঢাকা। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অনলাইনে দেশের বিভিন্ন শাখা অফিস/নদী বন্দরের বন্দর কর্মকর্তাবৃন্দ ও প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন। (২০২৫-০১-২৬)
২৫.০১.২০২৫ খ্রিঃ তারিখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের সরব উপস্থিতিতে "বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫" "ড্রিম হলিডে পার্ক " পাঁচদোনা, নরসিংদীতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান (যুগ্ম সচিব), সদস্য (প্রকৌশল), ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য (অর্থ)। বার্ষিক বনভোজনের মধ্যাহ্ন ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় (২০২৫-০১-২৫)
২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ রিয়াজের নামে বরিশালের হিজলায় লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা (২০২৫-০১-১৯)
আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএর এসপিটিআই, মাদারীপুর ক্যাম্পাসে ডিইপিটিসি, বরিশাল ও এসপিটিআই মাদারীপুরের ১২ তম ব্যাচের মেরীন প্রশিক্ষণার্থীদের বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সন্মানিত সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, (এস)। এছাড়াও পরিচালক (প্রমাস), পরিচালক (নৌ সওপ), পরিচালক (নৌনিট্রা), পরিচালক (বওপ), পরিচালক (হিসাব), পরিচালক (অর্থ), পরিচালক (নিরীক্ষা), প্রধান প্রকৌশলী (পুর) মহোদয় সহ কর্তৃপক্ষের বিভিন্ন শাখা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত হয়ে বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অর্থবহ করে তোলেন। (২০২৪-১২-১৯)
যথাযোগ্য মর্যাদায় আজ ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে মহান বিজয় দিবস'২০২৪ উদযাপন করা হয়। সূর্যোদয়ের সময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এ সময় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, (এস), সদস্য (অর্থ), জনাব কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, জনাব রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী(ড্রেজিং) এবং সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন, সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব, জনাব এ, কে, এম আরিফ উদ্দিন, পরিচালক(বওপ) এবং সাধারন সম্পাদক, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন। কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণের সাথে আরো উপস্থিত ছিলেন মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, সদস্যসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। ১ম পর্ব সমাপনান্তে কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলায় কনফারেন্স কক্ষে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার প্রাক্কালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়। কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য আলোচকগণ তাদের বক্তব্যে শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞ্যাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করে দেশ গড়ায় অংশীদার হওয়ার আহবান জানান। এছাড়াও, জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। (২০২৪-১২-১৬)
বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব এর উদ্যোগে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৭.১১.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, (এস), সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ, জনাব রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী(ড্রেজিং) এবং সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন, সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব, জনাব এ, কে, এম আরিফ উদ্দিন, পরিচালক(বওপ) এবং সাধারন সম্পাদক, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (ক্রঃ ও সংঃ) এবং নির্বাহী সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব। বিগত বছর আয়োজিত আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার বিতরণ করা হয়েছে। (২০২৪-১১-২৭)
নৌপরিবহন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ আজ ১৮.১১.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ’র প্রধান দপ্তর পরিদর্শন করেন। কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সিনিয়র সচিব মহোদয়কে কর্তৃপক্ষের পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। (২০২৪-১১-১৮)
আজ ৩১.১০.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ ভবনের ১১ তলায় বাদ যোহর বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়ের পিতা মরহুম আমিন আহমেদ মোস্তফা এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। (২০২৪-১০-৩১)
শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) চরমুগরিয়া, মাদারীপুর। (২০২৪-১০-২৫)
কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের তিন দিনের সফরের শেষদিনে আজ কুষ্টিয়া সার্কিট হাউজে অবস্থানকালীন তাঁর বরাবর স্থানীয় জনসাধারণের একটি স্মারকলিপি দাখিলের প্রেক্ষাপটে তিনি কুষ্টিয়া সদরের উপকন্ঠে পদ্মানদীর ভাঙ্গন কবলিত এলাকা সাহেব নগরে সরেজমিনে পরিদর্শনে যান। (২০২৪-১০-১২)
কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় কর্তৃক নবস্থাপিত নাজিরগন্জ নদী বন্দর দপ্তর উদ্বোধন এবং নবঘোষিত নাজিরগন্জ নদী বন্দর ও ধাওয়াপাড়া নদী বন্দরসহ দুই বন্দরের মধ্যকার নৌপথ পরিদর্শন করেন। (২০২৪-১০-১১)
আজ ০৯.১০.২০২৪ খ্রিঃ তারিখে Study for IWT Tariff Reforms (BRWTP-15/2) এর ড্রাফট ইনসেপশন রিপোর্ট এর উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। (২০২৪-১০-০৯)
বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে ১৯.০৯.২০২৪ খ্রিঃ তারিখে বিভাগীয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। (২০২৪-০৯-১৯)
আজ বিকালে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান মহোদয় পুরাতন ব্রহ্মপুত্র ও যমুনা নদীর সংযোগস্থল ফুলছড়ি উপজেলার এরেনডাবাড়ি ইউনিয়ন, সন্ন্যাসীর চর এলাকায় স্থানীয় জনসাধারণ, স্থানীয় প্রশাসন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অফটেক এলাকার ড্রেজিং নিয়ে মতবিনিময় সভা করেন। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ড্রেজিং, ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিএনপির সভাপতি ও সেক্রেটারিসহ এরেন্ডাবাড়ি ইউনিয়নের জনসাধারণ। (২০২৪-০৯-১২)
পুরাতন ব্রহ্মপুত্র নদের এরেন্ডাবাড়ি ইউনিয়নের নদের অংশ নৌকাযোগে সরেজমিনে ভিজিট করছেন বিআইডব্লিউটিএ' র চেয়ারম্যান মহোদয় ও প্রধান প্রকৌশলী Dredging. (২০২৪-০৯-১২)
আজ ০৭.০৯.২০২৪ খ্রিঃ তারিখ শনিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা ব্রিঃ জেঃ (অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটিএ'র ঢাকা নদী বন্দর টার্মিনাল পরিদর্শন করেন। মাননীয় উপদেষ্টা সদরঘাট টার্মিনাল এলাকায় কয়েকটি টার্মিনাল কাউন্টার, বরিশাল ও পটুয়াখালীর জন্য নির্দিষ্ট পন্টুন সমূহ এবং ওয়াইজঘাট-সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শন করেন। কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা ঢাকা নদী বন্দরের বিভিন্ন কার্যাবলী সংক্ষিপ্ত পরিচিতি মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট তুলে ধরেন। ঢাকা নদী বন্দরের বেশ কয়েকটি ঘাটের ইজারাদার রাজস্ব আদায় পারছে না মর্মে মাননীয় উপদেষ্টা মহোদয়কে অবহিত করা হলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ছাত্র সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, বিআইডব্লিউটিএ এবং সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাজস্ব আদায় কার্যক্রম সচল রাখা হবে মর্মে উপদেষ্টা মহোদয় অভিমত ব্যক্ত করেন। রাজস্ব আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে সম্পাদনের উদ্দেশ্যে সরকার নির্ধারিত রেট চার্ট প্রতিটি ঘাট/পয়েন্টে দৃশ্যমান স্থানে স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। চেয়ারম্যান মহোদয় আগামি সাত দিনের মধ্যে বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন প্রতিটি ঘাট/পয়েন্টে সরকার নির্ধারিত রেটচার্ট স্থাপন করা হবে মর্মে মাননীয় উপদেষ্টাকে আশ্বস্থ করেন। ঢাকা নদী বন্দরের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে মাননীয় উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন এবং বন্দরের প্রতিটি কর্মকর্তা/কর্মচারীগণকে শতভাগ সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকাসহ নৌ-সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিধি-বিধান কঠোরভাবে পালন এবং লঞ্চের রুট পারমিট অনুযায়ী লঞ্চ পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। বিকাল ১৭০০ ঘটিকা হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত মাননীয় উপদেষ্টার পরিদর্শনকালে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং ঢাকা নদী বন্দরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (২০২৪-০৯-০৭)
ব্রিঃ জেঃ(অবঃ) ড. এম. সাখাওয়াত হোসেন, মাননীয় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় আজ ০১.০৯.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ’র প্রধান দপ্তর পরিদর্শন করেন। মাননীয় উপদেষ্টার আগমন উপলক্ষে কর্তৃপক্ষ ভবনের কনফারেন্স রুমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়, কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, কর্তৃপক্ষের সদস্যদ্বয়, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণের উপস্থিতিতে চেয়ারম্যান মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কর্তৃপক্ষের কার্যাবলী, প্রতিবন্ধকতা, ভবিষ্যত পরিকল্পনাসহ কর্তৃপক্ষের সংক্ষিপ্ত পরিচিতি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মুখে তুলে ধরেন। মাননীয় উপদেষ্টা তাঁর সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ বক্তব্যে কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ সততা, দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে নৌসেক্টর তথা দেশ পূনগঠনে সচেষ্ঠ থাকার নির্দেশনা প্রদান করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের মধ্যে বিআইডব্লিউটিএ প্রথম পরিদর্শন করেন। (২০২৪-০৯-০১)
বাংলাদেশের ফেনী এবং কুমিল্লা জেলার চলমান বন্যাদূর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সদস্য(পরিঃ ও পরিঃ) ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সমন্বয়ে বিআইডব্লিউটিএ প্রধান দপ্তরে আজ একটি জরুরি বৈঠক অনুস্ঠিত হয়। সভায় ইতোমধ্যে গৃহীত ব্যবস্থা সমূহের পর্যালোচনা করা হয়। ফেনী ও কুমিল্লা জেলায় উদ্ধারকারী দলনায়কের সাথে আলোচনা করে উদ্ধার কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হয়। এছাড়া, ত্রানসামগ্রী নিয়ে গমনকারী দলের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং চেয়ারম্যান মহোদয় তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় প্রধানগণকে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদানের পর চেয়ারম্যান মহোদয় কর্তৃপক্ষের কন্ট্রোল রুমের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চেয়ারম্যান মহোদয়ের সাথে জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), জনাব কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ উপস্থিত ছিলেন। (২০২৪-০৮-২৪)
অদ্য ১৫-০৬-২০২৪ তারিখ নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মোঃ মনিরুজ্জামান স্যারসহ বিআইডব্লিউটিএর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এমভি গ্লোরী অব শ্রীনগর -৭ লঞ্চটির সিড়িতে রেলিং না দেয়ায় ৩০০০/- টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিং করার চেষ্টা করলে ১০০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌপুলিশ, আনসারও বিআইডব্লিউটিএর কর্মকর্তা/কর্মচারীগন সার্বিক সহযোগিতা করেন। মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো হল। (২০২৪-০৬-১৫)
আজ ০৮ জুন, ২০২৪ খ্রিঃ তারিখ শনিবার কর্তৃপক্ষের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে কর্তৃপক্ষের নদী বন্দর/মাঠ পর্যায়ের দপ্তর সমূহে কর্মরত কর্মকর্তাগনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) এবং কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ) এবং সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ। (২০২৪-০৬-০৮)
মেরিন শিক্ষানবীসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ” -২০২১ অনুষ্ঠান (২০২১-১২-২৮)
আজ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান মহোদয় শীমুলিয়া-মাঝিকান্দি ফেরী রুট সরেজমিনে পরিদর্শন করেন। (২০২১-১২-০৮)
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর রফিকুল ইসলাম (অব:) বীর উত্তম শাহরাস্তী উপজেলার ডাকাতিয়া নদীর উত্তর পাশে ওয়াকওয়ে নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান মহোদয় ডাকাতিয়া নদীর ড্রেজিং কাজ এবং হরিনা-আলুবাজার ফেরী রুটের ড্রেজিং কাজ পরিদর্শন করেন। (২০২১-১২-০৪)
আজ প্রধান প্রকৌশলী ড্রেজিং মহোদয় ভোলা -লক্ষীপুর নৌপথের চর রমনী-মজু চৌধুরীর হাট এলাকার ড্রেজি কাজ পরিদর্শন করলেন। চর রমনী এলাকায় লুপ কাট হওয়ায় দূরুত্ব ৪ কিলোমিটার কমেছে। ফলে ভোলা -লক্ষীপুর প্রতিটি ফেরীর ট্রীপ দিনে ১টি বেড়েছে। (২০২১-১১-২৯)