Wellcome to National Portal
  • 2020-03-04-13-59-43d9f172105079f40a4e2701aa441658
  • 2024-08-07-04-12-2b8b92196f86701e4ee4b14d5d5040ce
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৪

বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব এর উদ্যোগে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৭.১১.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, (এস), সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ, জনাব রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী(ড্রেজিং) এবং সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন, সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব, জনাব এ, কে, এম আরিফ উদ্দিন, পরিচালক(বওপ) এবং সাধারন সম্পাদক, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (ক্রঃ ও সংঃ) এবং নির্বাহী সভাপতি, বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব। বিগত বছর আয়োজিত আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার বিতরণ করা হয়েছে।