বিআইডব্লিউটিএ'র সুযোগ্য সদস্য (পরিকল্পনা ও পরিচালন) জনাব ড. জিয়াউল ইসলাম স্যার, পরিচালক (বওপ) জনাব এ,কে,এম আরিফ উদ্দিন এবং যুগ্ম পরিচালক (হিসাব) জনাব মোঃ খুরশীদ আলম ২৬/০২/২০২৫ - ২৭/০২/২০২৫ পর্যন্ত খুলনা নদী বন্দর নিয়ন্ত্রণাধীন মোংলা- ঘষিয়াখালী খাল টোল ষ্টেশন, বিভিন্ন ঘাট পয়েন্ট , বন্দর ভবন এলাকা ও ড্রেজার বেইজ পরিদর্শন করেন। এছাড়াও ড্রেজার বেইজ মিলনায়তনে খুলনা ও নওয়াপাড়া নদী বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।