Wellcome to National Portal
  • 2020-03-04-13-59-43d9f172105079f40a4e2701aa441658
  • 2024-08-07-04-12-2b8b92196f86701e4ee4b14d5d5040ce
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৫

আগামীকাল ২৪.০৩.২০২৫ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া এবং সন্দ্বীপ থানার গুপ্তছড়া নৌপথে বহুল প্রত্যাশিত সরাসরি ফেরি সার্ভিস ও উভয়পাড়ের ফেরি ঘাট উদ্বোধন হতে যাচ্ছে। এতদবিষয়ে সন্দ্বীপের উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সুধী সমাবেশে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের আকাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নের অনুষ্ঠান সার্থক করতে অদ্য ২৩.০৩.২০২৫খ্রিঃ তারিখ সকালে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের সামগ্রিক কর্মকাণ্ড পুনরায় পরিদর্শন করেছেন। এছাড়া সন্দ্বীপের সুধী সমাবেশস্থল জনাবা ফরিদা খানম, জেলা প্রশাসক, চট্রগ্রাম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, কর্তৃপক্ষের এ,কে,এম আরিফ উদ্দিন, পরিচালক (বন্দর ও পরিবহন); অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর:) মহোদয় একত্রে পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ও পরিচালক মহোদয় অনুষ্ঠানস্থলের মঞ্চ, সাউন্ড সিস্টেম, ফেস্টুন, আসন বিন্যাস, এলইডি ব্যানার, গাড়ী ব্যবস্থাপনাসহ সামগ্রিক বিষয় নিয়ে চলমান ত্রুটিবিচ্যুতি দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।