বিআইডব্লিউটিএ মাদারীপুরস্থ শীপ পারসোনেল ট্রেনিং ইন্সটিটিউট (SPTI) মাদারীপুরে ২০২৪ইং শিক্ষাবর্ষে মোট ৩৯ জন মেরিন শিক্ষানবিশ সফলতার সহিত তাদের মেরিন শিক্ষানবিশ কোর্স সম্পন্ন করেছেন তন্মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌযানে ৩৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাকি ৪জন বিভিন্ন কাজে সংযুক্ত থাকায় অতিসত্বর নৌযানে যোগ দিবেন। এক্ষেত্রে উল্লেখ্য যে, অভ্যন্তরীণ নৌপথে দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরীর লক্ষ্যে ডেকে ও ইঞ্জিন বিভাগে নৌ শিক্ষানবিশ তৈরীসহ নৌযান কর্মীদের আধুনিক, বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এছাড়া নৌযানের মাস্টার, ড্রাইভার, মার্কম্যান, পাইলট এবং মাস্টার পাইলট পদে কর্মদক্ষতা বৃদ্ধি এবং পদোন্নতির জন্য ইনসার্ভিস কোর্সটি অত্যন্ত সহায়ক।