Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের সাথে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, সদস্য মহোদয়গণ ও বিভাগীয় প্রধানগণের সাথে আজ ১৭/০৪/২০২৪ খ্রি: দুপুর ২.৩০ ঘটিকায় একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দ নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পেশ করেছেন। ২০২৪-০৪-১৭
A Workshop on Draft Inception Report “Mongla - Gosiakhali Canal Upgrading Project - Conceptual Study” was held on 17 April, 2024 at Muktijoddha Smriti Milonayoton, BIWTA Bhaban (Level 11). Mr. Md. Mostafa Kamal, Senior Secretary, Ministry of Shipping was present as the Chief Guest at the event. The workshop was chaired by Commodore Arif Ahmed Mustafa Kamal, (G), NUP, ndc, afwc, psc, BN, Chairman, BIWTA. Mr. Sanjoy Kumar Banik, Additional Secretary, Ministry of Shipping was also present as Special Guest. ২০২৪-০৪-১৭
দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মাহফুজুর রহমান এমপি, চট্টগ্রাম-৩ মহোদয় আজ ০১.০৪.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'র প্রধান দপ্তর পরিদর্শন করেন। সম্মানিত সংসদ সদস্য/সভাপতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), বিআইডব্লিউটিএ, কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), সদস্য(অর্থ), প্রধান প্রকৌশলী (পুর), প্রধান প্রকৌশলী (ড্রেজিং), পরিচালক(বওপ) এবং পরিচালক(এস্টেট এন্ড ল) ২০২৪-০৪-০১
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আজ পতাকা বিধি অনুযায়ী কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যত্রয়, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক পতাকা উত্তোলন করা হয়। জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শণ পূর্বক মুক্তিযুদ্ধে আত্নদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া ও মুনাজাত, করা হয়। ২৫ মার্চ ১৯৭১ সনে কালরাতে নিহতদের স্মরণে ২৫ মার্চ রাত ১১;০১ ঘটিকা হতে ১১;০১ ঘটিকা পর্যন্ত প্রতিকী ব্ল্যাক আউট কর্মসুচী পালন করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র সকল শাখা দপ্তর সহ সকল বন্দরে যথাযথ ভাব গাম্ভীর্যর সাথে অনুরুপ কর্মসুচী পালন করা হয়েছে। ২০২৪-০৩-২৬
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা অদ্য ১৮-০৩-২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিএ’র বিভাগীয় প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, লঞ্চ মালিক সমিতির সদস্যগণ এবং অন্যান্য অংশীজনগণ। ২০২৪-০৩-১৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে বিআইডব্লিউটিএ ভবনে প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ, জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), বিআইডব্লিউটিএ এবং বিভাগীয় প্রধানগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন, সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ। ২০২৪-০৩-১৯
গত ০৯ মার্চ ২০২৪ খ্রি: তারিখে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশেন এর কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অত্যন্ত সুন্দর, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে জনাব রকিবুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পদে জনাব এ, কে, এম আরিফ উদ্দিন এবং সহ-সভাপতি পদে সামসুন নাহার , জনাব মোঃ ছাইদুর রহমান ও জনাব আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির সহ সর্বমোট ২৫ জন নির্বাচিত হয়েছেন ২০২৪-০৩-১১
বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন দ্বি-বার্ষিক(২০২৪-২০২৬) নির্বাচন এর চূড়ান্ত ভোটার তালিকা। ২০২৪-০৩-০৬
“চট্রগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরাং ও জালিয়ারদ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় Consultancy Services for Design review and Construction supervision for Development of Jetties and infrastructure at Mirsarai & Sandwip at Chittagong, Subrang and Jaliar Dwip at Teknaf and SonadiaDwip at Cox’s Bazar পরামর্শক সেবাগ্রহণের লক্ষ্যে BIWTA এবং TUMAS – INNOVATE (JV) প্রতিষ্ঠানের সাথে ০৩ মার্চ ২০২৪ তারিখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কাজটির চুক্তি মূল্য টাকা ২৬,৫৮,৭৫,৭৫০.০০ (ছাব্বিশ কোটি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা। পরামর্শক সেবা মার্চ ২০২৪ হতে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে সম্পাদিত হবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ, জনাব মোঃ সেলিম ফকির ,এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ), সদস্য (অর্থ), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকসহ পরামর্শক প্রতিষ্ঠান TUMAS এর কান্ট্রি ম্যানেজার ও INNOVATE এর ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএ’র পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জনাব এ. এস. এম. আশরাফুজ্জামান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সিইও জনাব রানা মাসুদ। ২০২৪-০৩-০৩
১০ A workshop on Design and Development of AIS to Monitor Vessels and Aids to Navigation under BRWTP-1 Project financed by the World Bank was held on 28 February, 2024. Commodore Arif Ahmed Mustafa (G) NUP, NDC, AFWC, PSC, Chairman, BIWTA was present as the Chief Guest of the session. Mr. Md. Salim Fakir, NDC, Joint Secretary & Member (Planning and Operation), Mr. Mohammad Monowar Uz Zaman, Joint Secretary & Member (Engineering) and Commander Md. Rafiul Hassain, (TAG), PSC, BN (Rtd), Member (Finance) were also present. ২০২৪-০২-২৯
১১ A workshop on Design and Development of AIS to Monitor Vessels and Aids to Navigation under BRWTP-1 Project financed by the World Bank was held on 28 February, 2024. Commodore Arif Ahmed Mustafa (G) NUP, NDC, AFWC, PSC, Chairman, BIWTA was present as the Chief Guest of the session. Mr. Md. Salim Fakir, NDC, Joint Secretary & Member (Planning and Operation), Mr. Mohammad Monowar Uz Zaman, Joint Secretary & Member (Engineering) and Commander Md. Rafiul Hassain, (TAG), PSC, BN (Rtd), Member (Finance) were also present. ২০২৪-০২-২৯
১২ অদ্য ২৯-ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ’র পরিকল্পনা বিভাগের পরিচালক জনাব জাভেদ আনোয়ার-এর কর্তৃপক্ষের চাকুরীকাল সমাপ্ত করে অবসর উত্তর ছুটি (পিআরএল) এ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য মহোদয়গণ, সকল বিভাগীয় প্রধানগণ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ২০২৪-০২-২৯
১৩ বাঅনৌপ-কর্তৃপক্ষের সকল কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, এনজিপি, এনডিসি,এনসিসি, বিএন মহোদয় আগামী ০৩/০৩/২০২৪ তারিখ রোজ রবিবার সকাল ০৯:৩০ ঘটিকায় “মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে” (১১ তলা) কর্তৃপক্ষের সকল স্তরের কর্মকর্তার সাথে একটি মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হবেন। ২০২৪-০২-২৯
১৪ পাটুরিয়া ঘাটে দূর্ঘটনা কবলিত ইউটিলিটি ফেরী রজনীগন্ধা-৭ উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী এবং ব্যাক্তিবর্গকে সংবর্ধনা এবং সন্মাননা প্রদান অনুষ্ঠান বিআইডব্লিউটিএর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আজ ২৭.০২.২০২৪ খ্রিঃ তারিখে সকাল ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তাফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ আয়োজনে নিমজ্জিত ফেরী উদ্ধারে সম্পৃক্ত বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, মানিকগঞ্জ জেলা প্রশাসন, বাংলাদেশ নৌ-বাহিনীর বানৗজা শেখ মুজিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে প্রাতিষ্ঠানিক সন্মননা সহ মাননীয় সিনিয়র সচিব মহোদয় কর্তৃক ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাক্তিদের সম্নাননা পত্র, প্রশংসা পত্রসহ ১১ জনকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ক্রেষ্ট এবং সম্নাননা গ্রহণ করেন ২০২৪-০২-২৭
১৫ বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট স্পটে আজ ২৩.০২.২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'র চট্টগ্রাম দপ্তরের বাৎসরিক বনভোজন-২০২৪ আয়োজন করা হয়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা সপরিবারে বনভোজনে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির , এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন)। ২০২৪-০২-২৩
১৬ ১৯-০২-২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজিত হয়। আলোচকবৃন্দ হলেন জনা সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন), নৌপম, ড. আ. ন. ম. বজলুর রশীদ, যুগ্ম সচিব (প্রশাসন ও বাজেট), নৌপম, জনাব গোলাম রাব্বী, যুগ্ম সচিব (পরিকল্পনা), নৌপম, জনাব মোঃ আবু সাঈদ, উসিচিব (সুশাসন ও বাজেট)। ২০২৪-০২-২২
১৭ TERRITORIAL WATERS AND MARITIME ZONES ACT, 1974 (ACT NO. XXVI OF 1974) এর সূবর্নজয়ন্তী উপলক্ষে আজ ২২.০২.২০২৪ খ্রিঃ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সূবর্নজয়ন্তী উদযাপন এবং একটি সেমিনারের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নৌ-সেক্টরের অন্যতম প্রধান স্টকহোল্ডার হিসেবে বিআইডব্লিউটিএর অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মাননীয় প্রধানমন্ত্রী বিআইডব্লিউটিএর স্টলটি পরিদর্শন করেছেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ব্যক্ত করেছেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিআইডব্লিউটিএর বিভিন্ন বিষয়ে অবহিত করেন। মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন ২০২৪-০২-২২
১৮ নওয়াপাড়া নদী বন্দর ও খুলনা নদী বন্দরের সমস্যা ও সম্ভবনার বিষয়গুলো সরেজমিনে দেখে করণীয় নির্ধারণের লক্ষ্যে ১৯-২০ ফেব্রুয়ারি’২৪ তারিখ ২ দিনব্যপী বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের মহোদয়ের নওয়াপাড়া-যশোর-খুলনা সফর শেষ হলো। সফরকালীন তিনি নৌপথে বন্দর এলাকা পরিদর্শনসহ পর্যায়ক্রমে নওয়াপাড়ায় স্থানীয় বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাবৃন্দ, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সমন্বয়ে মতবিনিময় সভায়, যশোর মনিরামপুরে কর্তৃপক্ষের ডিজিপিএস স্টেশন পরিদর্শন, যশোর জেলা প্রশাসক মহোদয়ের সাথে তাঁর কার্যালযে ও সার্কিট হাউজে দু’দফা বৈঠকে এবং খুলনায় বিএনএস তিতুমীরের সম্মানিত কমান্ডার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। অতঃপর তিনি কর্তৃপক্ষের খুলনা ড্রেজার বেইজে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হয়ে কতিপয় জরুরী নির্দেশনা প্রদান করেন। সবশেষে তিনি খুলনা বন্দরের সীমানাধীনে টুটপাড়া ও লবনচরা মৌজায় রুপসা নদীর তীরভূমি পরিদর্শন করেন। বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল), প্রধান প্রকৌশলী(পুর), পরিচালক(নৌসংরক্ষণ ও পরিচালন), পরিচালক(এস্টেট ও আইন) মহোদয়গণ আলোচ্য সফরে অংশ গ্রহন করেন। উল্লেখ্য, আলোচ্য সফরের পাশাপাশি সদস্য(প্রকৌশল) মহোদয় ও পরিচালক(নৌসওপ) মহোদয় আলাদা ভাবে মংলায় কর্তৃপক্ষের পাইলট হাউজও পরিদর্শন করেন। ২০২৪-০২-২১
১৯ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করন, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির , এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ), সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অফিসার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সিবিএ’র নেতৃবৃন্দ। ২০২৪-০২-২১
২০ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ~ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো: সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন(অব:), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় বিআইডব্লিউটিএ’র ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেয়। ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএ'র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। ২০২৪-০২-১৬

সর্বমোট তথ্য: ২৭৬



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon