এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন উপ পরিচালক, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, উপ পরিচালক, বন্দর,সহকারী পরিচালক RAB-১১, সহকারী পরিচালক, নৌসওপ, অফিসার ইনচার্জ , সদর নৌথানা, নারায়ণগঞ্জ; অফিসার ইনচার্জ (তদন্ত)সদর থানা, নারায়ণগঞ্জ; সভাপতি (যাপ) সংস্থা, নারায়ণগঞ্জ জোন এবং লঞ্চ মালিকসহ অন্যান্য প্রতিনিধিগণ।