Wellcome to National Portal
  • 2020-03-04-13-59-43d9f172105079f40a4e2701aa441658
  • 2024-08-07-04-12-2b8b92196f86701e4ee4b14d5d5040ce
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৫

অদ্য ২৪.০৩.২০২৫ খ্রিঃ তারিখে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্র পথে (চট্টগ্রাম-সন্দ্বীপ) ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া-সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি সার্ভিস-এর উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।


প্রকাশন তারিখ : 2025-03-24

উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে সরাসরি এই ফেরি সেবা চালুর মধ্য দিয়ে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। 

উদ্বোধন শেষে  চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান;  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক; প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানসহ ০৩ জন সচিব মহোদয়; চেয়ারম্যান (বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং বিআরটিসি); মহাপরিচালক (কোস্টগার্ড এবং নৌ পরিবহন অধিদপ্তর); বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক এবং পুলিশ সুপার (চট্টগ্রাম), সেনাবাহিনী ও ‌নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, কর্তৃপক্ষের সদস্য (পরিঃ ও পরিঃ ও প্রকৌশল) মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল এ ফেরি সেবার মধ্যে দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হল।

অদ্যকার সকালে বাঁশবাড়িয়া প্রান্তে ফেরি সার্ভিস এবং ফেরিঘাট উদ্বোধনের প্রাক্কালে ঢাকা-সন্দ্বীপ বিআরটিসি'র শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল করিম খান মহোদয়। 
সুধী সমাবেশ সঞ্চালনা করেন এ,কে,এম আরিফ উদ্দিন পরিচালক (বন্দর ও পরিবহন) এবং মাসুমা জান্নাত উপজেলা নিবার্হী কর্মকর্তা, কর্ণফুলী)।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং স্বাগত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়।2025-03-25-03-19-7eee372b49ceed1ebb7acede3f13bd312025-03-25-03-20-eb036262efa390200fb53aea290914572025-03-25-03-20-df6f298b6011dae4f1f82a943e8e2dd22025-03-25-03-20-016938a32691db073bff42b1273fc7892025-03-25-03-20-128800df29de5443e9923f05dc0dc2002025-03-25-03-20-4a8aeda3973cbee8837299bd94f1dbd92025-03-25-03-21-bd0e4657de2bc52f56f63400015dc0822025-03-25-03-21-b4f72f6556143573c57ec2adc10748792025-03-25-03-21-e7ee15f6dbf55f176aad86f1a4143f232025-03-25-03-21-98817ed2f98083e68a2f46fdac97ac04