বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে চতুর্থ শিল্প বিপ্লব উত্তোরনে কর্মকৌশল নির্ধারণে বিআইডব্লিউটিএ করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর সদস্য অর্থ সরকারের যুগ্ন সচিব জনাব মোঃ সেলিম ফকির এবং ডঃ এ কে এম আজাদুর রহমান সরকারের যুগ্ন সচিব ও বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশল। অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্হাপন করেন সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক ডঃ মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় কীনোট উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআাইটি র শিক্ষক প্রফেসর মো: শরীফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারের যুগ্ন সচিব ও বিআইডব্লিউটিএর সদস্য পরিকল্পনা ও পরিচালন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান।