এক্ষেত্রে উল্লেখ্য যে, অভ্যন্তরীণ নৌপথে দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরীর লক্ষ্যে ডেকে ও ইঞ্জিন বিভাগে নৌ শিক্ষানবিশ তৈরীসহ নৌযান কর্মীদের আধুনিক, বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এছাড়া নৌযানের মাস্টার, ড্রাইভার, মার্কম্যান, পাইলট এবং মাস্টার পাইলট পদে কর্মদক্ষতা বৃদ্ধি এবং পদোন্নতির জন্য ইনসার্ভিস কোর্সটি অত্যন্ত সহায়ক।