Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
২১ অদ্য ১৫-০৬-২০২৪ তারিখ নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মোঃ মনিরুজ্জামান স্যারসহ বিআইডব্লিউটিএর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এমভি গ্লোরী অব শ্রীনগর -৭ লঞ্চটির সিড়িতে রেলিং না দেয়ায় ৩০০০/- টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিং করার চেষ্টা করলে ১০০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌপুলিশ, আনসারও বিআইডব্লিউটিএর কর্মকর্তা/কর্মচারীগন সার্বিক সহযোগিতা করেন। মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো হল। ২০২৪-০৬-১৫
২২ চাদপুর নদী বন্দর ----------------------- অদ্য- ১৫/৬/২০২৪ তারিখে পোর্ট অফিসার চাঁদপুর এর পরিদর্শনকালীন সময়ে মজু চৌধুরীরহাট লঞ্চঘাট টার্মিনালে এম. ভি. পারিজাত লঞ্চের বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমান কর্তৃক ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় বিআইডব্লিউটিএ'র ট্রাফিক ইন্সপেক্টর ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৪-০৬-১৫
২৩ অদ্য ১৫-০৬-২০২৪ তারিখ বিকেল ৩:২০ ঘটিকা হতে বিআইডব্লিউটিএর বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এমভি প্রিন্স আওলাদ -১০ লঞ্চটির সিড়িতে রেলিং না দেয়ায় ৩০০০/- টাকা, এমভি আল শাফিন সাত্তার খান লঞ্চটির সিড়ি দূর্বল ও সিড়িতে রেলিং না দেয়ায় ৫০০০/- টাকা এবং এমভি বালিয়া লঞ্চটির সিড়ি দূর্বল ও সিড়িতে রেলিং না দেয়ায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌপুলিশ, আনসারও বিআইডব্লিউটিএর কর্মকর্তা/কর্মচারীগন সার্বিক সহযোগিতা করেন। মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো হল। ২০২৪-০৬-১৫
২৪ আজ ০৮ জুন, ২০২৪ খ্রিঃ তারিখ শনিবার কর্তৃপক্ষের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে কর্তৃপক্ষের নদী বন্দর/মাঠ পর্যায়ের দপ্তর সমূহে কর্মরত কর্মকর্তাগনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) এবং কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ) এবং সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ। সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ। ২০২৪-০৬-০৮
২৫ পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দূর্ঘটনামুক্ত চলাচল এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে অদ্য ০৩-০৬-২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ) এবং সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিএ’র বিভাগীয় প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, লঞ্চ মালিক সমিতির সদস্যগণ এবং অন্যান্য অংশীজনগণ। ২০২৪-০৬-০৩
২৬ ঘূর্ণিঝড় রেমালের কারণে কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী করণীয় নিয়ে অদ্য ২৮-০৫-২০২৪ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) এবং সকল বিভাগীয় প্রধানগণ। সভায় চেয়ারম্যান মহোদয় ঘূর্ণিঝড় রেমালে কোথায় কি ক্ষতি হয়েছে তার একটি বিবরণী সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ কর্তৃক উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। ২০২৪-০৫-২৮
২৭ অদ্য ২৬-০৫-২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ’র বিভাগীয় প্রধানগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, আরো উপস্থিত ছিলেন মোঃ সেলিম ফকির, এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) এবং কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগণ। ২০২৪-০৫-২৭
২৮ জরুরী ঘুর্ণিঝড় সতর্কতামূলক বিজ্ঞপ্তি ২০২৪-০৫-২৫
২৯ আজ ১৪.০৫.২০২৪ খ্রিঃ তারিখে খুলনা সার্কিট হাউজে বিআইডব্লিউটিএ কর্তৃক “Mongla-Ghasiakhali Canal Upgrading Project- Conceptual Study” শীর্ষক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় কমিশনার, খুলনা ডিভিশন, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। ২০২৪-০৫-১৪
৩০ বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের সাথে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, সদস্য মহোদয়গণ ও বিভাগীয় প্রধানগণের সাথে আজ ১৭/০৪/২০২৪ খ্রি: দুপুর ২.৩০ ঘটিকায় একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দ নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পেশ করেছেন। ২০২৪-০৪-১৭
৩১ A Workshop on Draft Inception Report “Mongla - Gosiakhali Canal Upgrading Project - Conceptual Study” was held on 17 April, 2024 at Muktijoddha Smriti Milonayoton, BIWTA Bhaban (Level 11). Mr. Md. Mostafa Kamal, Senior Secretary, Ministry of Shipping was present as the Chief Guest at the event. The workshop was chaired by Commodore Arif Ahmed Mustafa Kamal, (G), NUP, ndc, afwc, psc, BN, Chairman, BIWTA. Mr. Sanjoy Kumar Banik, Additional Secretary, Ministry of Shipping was also present as Special Guest. ২০২৪-০৪-১৭
৩২ দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মাহফুজুর রহমান এমপি, চট্টগ্রাম-৩ মহোদয় আজ ০১.০৪.২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'র প্রধান দপ্তর পরিদর্শন করেন। সম্মানিত সংসদ সদস্য/সভাপতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), বিআইডব্লিউটিএ, কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), সদস্য(অর্থ), প্রধান প্রকৌশলী (পুর), প্রধান প্রকৌশলী (ড্রেজিং), পরিচালক(বওপ) এবং পরিচালক(এস্টেট এন্ড ল) ২০২৪-০৪-০১
৩৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আজ পতাকা বিধি অনুযায়ী কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যত্রয়, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক পতাকা উত্তোলন করা হয়। জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শণ পূর্বক মুক্তিযুদ্ধে আত্নদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া ও মুনাজাত, করা হয়। ২৫ মার্চ ১৯৭১ সনে কালরাতে নিহতদের স্মরণে ২৫ মার্চ রাত ১১;০১ ঘটিকা হতে ১১;০১ ঘটিকা পর্যন্ত প্রতিকী ব্ল্যাক আউট কর্মসুচী পালন করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র সকল শাখা দপ্তর সহ সকল বন্দরে যথাযথ ভাব গাম্ভীর্যর সাথে অনুরুপ কর্মসুচী পালন করা হয়েছে। ২০২৪-০৩-২৬
৩৪ পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক সভা অদ্য ১৮-০৩-২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিএ’র বিভাগীয় প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, লঞ্চ মালিক সমিতির সদস্যগণ এবং অন্যান্য অংশীজনগণ। ২০২৪-০৩-১৯
৩৫ গত ০৯ মার্চ ২০২৪ খ্রি: তারিখে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশেন এর কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অত্যন্ত সুন্দর, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে জনাব রকিবুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পদে জনাব এ, কে, এম আরিফ উদ্দিন এবং সহ-সভাপতি পদে সামসুন নাহার , জনাব মোঃ ছাইদুর রহমান ও জনাব আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির সহ সর্বমোট ২৫ জন নির্বাচিত হয়েছেন ২০২৪-০৩-১১
৩৬ বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন দ্বি-বার্ষিক(২০২৪-২০২৬) নির্বাচন এর চূড়ান্ত ভোটার তালিকা। ২০২৪-০৩-০৬
৩৭ “চট্রগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরাং ও জালিয়ারদ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় Consultancy Services for Design review and Construction supervision for Development of Jetties and infrastructure at Mirsarai & Sandwip at Chittagong, Subrang and Jaliar Dwip at Teknaf and SonadiaDwip at Cox’s Bazar পরামর্শক সেবাগ্রহণের লক্ষ্যে BIWTA এবং TUMAS – INNOVATE (JV) প্রতিষ্ঠানের সাথে ০৩ মার্চ ২০২৪ তারিখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কাজটির চুক্তি মূল্য টাকা ২৬,৫৮,৭৫,৭৫০.০০ (ছাব্বিশ কোটি আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার সাতশত পঞ্চাশ) টাকা। পরামর্শক সেবা মার্চ ২০২৪ হতে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে সম্পাদিত হবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ, জনাব মোঃ সেলিম ফকির ,এনডিসি, যুগ্ম-সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ), সদস্য (অর্থ), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকসহ পরামর্শক প্রতিষ্ঠান TUMAS এর কান্ট্রি ম্যানেজার ও INNOVATE এর ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএ’র পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক জনাব এ. এস. এম. আশরাফুজ্জামান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে সিইও জনাব রানা মাসুদ। ২০২৪-০৩-০৩
৩৮ A workshop on Design and Development of AIS to Monitor Vessels and Aids to Navigation under BRWTP-1 Project financed by the World Bank was held on 28 February, 2024. Commodore Arif Ahmed Mustafa (G) NUP, NDC, AFWC, PSC, Chairman, BIWTA was present as the Chief Guest of the session. Mr. Md. Salim Fakir, NDC, Joint Secretary & Member (Planning and Operation), Mr. Mohammad Monowar Uz Zaman, Joint Secretary & Member (Engineering) and Commander Md. Rafiul Hassain, (TAG), PSC, BN (Rtd), Member (Finance) were also present. ২০২৪-০২-২৯
৩৯ A workshop on Design and Development of AIS to Monitor Vessels and Aids to Navigation under BRWTP-1 Project financed by the World Bank was held on 28 February, 2024. Commodore Arif Ahmed Mustafa (G) NUP, NDC, AFWC, PSC, Chairman, BIWTA was present as the Chief Guest of the session. Mr. Md. Salim Fakir, NDC, Joint Secretary & Member (Planning and Operation), Mr. Mohammad Monowar Uz Zaman, Joint Secretary & Member (Engineering) and Commander Md. Rafiul Hassain, (TAG), PSC, BN (Rtd), Member (Finance) were also present. ২০২৪-০২-২৯
৪০ অদ্য ২৯-ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ’র পরিকল্পনা বিভাগের পরিচালক জনাব জাভেদ আনোয়ার-এর কর্তৃপক্ষের চাকুরীকাল সমাপ্ত করে অবসর উত্তর ছুটি (পিআরএল) এ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য মহোদয়গণ, সকল বিভাগীয় প্রধানগণ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ২০২৪-০২-২৯

সর্বমোট তথ্য: ২০৯