২৮ডিসেম্বর ২০২১খ্রি: রোজ মঙ্গলবার বিআইডব্লিউটিএ 'র ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ,সোনাকান্দা,নারায়ণগঞ্জ -এ "মেরিন শিক্ষানবীসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ” -২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি কমডোর গোলাম সাদেক ,চেয়ারম্যান ,বিআইডব্লিউটিএ এবং বিশেষ অতিথি জনাব আবদুছ ছাত্তার শেখ ,সদস্য (অর্থ ),বিআইডব্লিউটিএ ক্যাডেটদের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং বিভিন্ন কৃতিত্বের জন্য ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন l