গত ১৮-০৯-২০১৯ তারিখ নদীর অবৈধ দখল অপসারণ এবং অপসারণ পরবর্তী উন্নয়ন প্রকল্পের উপর স্টেকহোল্ডারদের নিয়ে এক কর্মশালা পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটেলে অনষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উক্ত চারটি নদীর দখল ও দূষণরোধ এবং নাব্যতা ফিরিয়ে আনতে জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নৌপরিবহ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবদুস সামাদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি; বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি; প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ; বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ; নৌপরিবহন সেক্টরের সম্মানিত স্টেকহোল্ডারগণ; এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।