দীর্ঘদিনের যাত্রী হয়রানী রোধ করে কাংখিত সেবা প্রদানের অভিপ্রায়ে উভয় সংস্থার ইজারা প্রথা বাতিলপূর্বক বিআইডব্লিউটিএ’র একক ব্যবস্থাপনায় চট্টগ্রামের সীতাকুন্ডুর কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌপরিবহন কার্যক্রম চালুর লক্ষ্যে আজ চট্টগ্রামে বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদ, চট্টগ্রাম-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা
স্মারক অদ্য ১১.০২.২০২৫খ্রিঃ তারিখে স্বাক্ষরিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার-এর উপস্থিতিতে বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্ব স্ব সংস্থার পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
পরে সিনিয়র সচিব মহোদয় সকলকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘাট উন্মুক্তকরে কুমিরাঘাটে বিআইডব্লিউটিএ’র টার্মিনালে কর্মচারী দ্বারা সরাসরি শুল্ক আদায় কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সন্দ্বীপ প্রান্তে গুপ্তছড়ায় বিআইডব্লিউটিএ’র যাত্রী ছাউনি প্রাঙ্গনে এক জনাকীর্ণ সুধী সমাবেশে বক্তব্য রাখেন