Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ অক্টোবর ২০২৪

কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় কর্তৃক নবস্থাপিত নাজিরগন্জ নদী বন্দর দপ্তর উদ্বোধন এবং নবঘোষিত নাজিরগন্জ নদী বন্দর ও ধাওয়াপাড়া নদী বন্দরসহ দুই বন্দরের মধ্যকার নৌপথ পরিদর্শন করেন।


প্রকাশন তারিখ : 2024-10-11

কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় কর্তৃক নবস্থাপিত নাজিরগন্জ নদী বন্দর দপ্তর উদ্বোধন এবং নবঘোষিত নাজিরগন্জ নদী বন্দর ও ধাওয়াপাড়া নদী বন্দরসহ দুই বন্দরের মধ্যকার নৌপথ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন উভয় বন্দরে সংক্ষিপ্ত দু’টি সংক্ষিপ্ত অংশীজন সভায় যোগদান করে এলাকাবাসী ও বন্দর ব্যবহারকারীগনের বক্তব্য শুনে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয়গণকে দ্রুত ফোরশোর জরিপকার্য সম্পন্ন এবং গাড়ী পার্কিং, যাত্রী সুবিধাদি প্রদান, দপ্তর স্থাপনের লক্ষ্যে উপযুক্ত জায়গা অধিগ্রহন ; বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিএ সমন্বয়ে যৌথভাবে ট্রাফিক জরিপ করে ফেরীর সংখ্যা বৃদ্ধি; নদীপাড়ে অবৈধ স্থাপনা নির্মান বা ভরাট রোধ; সারা বছর নির্বিঘ্ন নৌচলাচলের স্বার্থে নাব্যতা সংরক্ষণ; দিবা-রাত্রী ফেরী চলাচলে মার্কা, নাইট নেভিগেশন ঠিক রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।