বিআইডব্লিউটিএ-তে বিদ্যমান কর্মচারী প্রবিধানমালাকে বিধিমালায় রুপান্তর করার লক্ষ্যে প্রণিত চাকুরী বিধিমালার খসড়া চুড়ান্তকরণের নিমিত্ত ১৫.০৭.২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১০:০০ ঘটিকায় কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) এবং কমান্ডার মোঃ রফিউল হাসাইন (ট্যাজ), পিএসসি, বিএন(অবঃ) এবং সদস্য (অর্থ), বিআইডব্লিউটিএ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।