Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৫

২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ রিয়াজের নামে বরিশালের হিজলায় লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা


প্রকাশন তারিখ : 2025-01-19

২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রিয়াজের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয়।
গত ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে বরিশালের হিজলাতে BRWTP-1 প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন/লঞ্চঘাট নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে শহীদ রিয়াজের গ্রামের বাড়িতে যান নৌপরিবহন উপদেষ্টা।
এ সময় তিনি নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি রিয়াজের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন। অতঃপর উপদেষ্টা মহোদয় রিয়াজের কবর জিয়ারত করেন ও তাঁর আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন৷
এর পূর্বে ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত জাতীয় বীর শহীদ রিয়াজের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রিয়াজের নামে বরিশালের হিজলায় একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। রবিবার ১৯ জানুয়ারি সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর লঞ্চঘাটে ওই পন্টুন উদ্বোধন করেন তিনি।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশাল নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এখানে উল্লেখ্য যে, শহীদ রিয়াজ গত ৪ আগস্ট ঢাকার জিগাতলা এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন এবং তাৎক্ষণিক আন্দোলনকারীদের কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।