বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ০৯-০৬-২০২১ নারায়ণগঞ্জ নদী বন্দরাধীন শীতলক্ষ্যা নদীর তীরভূমিতে বৃক্ষরোপণ করে “জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০২১” এর অংশ হিসেবে বিআইডব্লিউটিএ’র কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । এছাড়া, তিনি নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ, ভিআইপি জাহাজ “পরিদর্শী” এবং জালালপুর-কোদালপুর-গুসাইরহাট-ডামুড্যা নৌপথ পরিদর্শন করেন ।