Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুন ২০২১

বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ০৯-০৬-২০২১ নারায়ণগঞ্জ নদী বন্দরাধীন শীতলক্ষ্যা নদীর তীরভূমিতে বৃক্ষরোপণ করে “জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০২১” এর অংশ হিসেবে বিআইডব্লিউটিএ’র কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । এছাড়া, তিনি নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ, ভিআইপি জাহাজ “পরিদর্শী” এবং জালালপুর-কোদালপুর-গুসাইরহাট-ডামুড্যা নৌপথ পরিদর্শন করেন ।


প্রকাশন তারিখ : 2021-06-09

 

বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ০৯-০৬-২০২১  নারায়ণগঞ্জ  নদী বন্দরাধীন  শীতলক্ষ্যা নদীর তীরভূমিতে বৃক্ষরোপণ করে “জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০২১” এর অংশ হিসেবে বিআইডব্লিউটিএ’র কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । এছাড়া, তিনি নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ, ভিআইপি জাহাজ “পরিদর্শী” এবং জালালপুর-কোদালপুর-গুসাইরহাট-ডামুড্যা নৌপথ পরিদর্শন করেন ।

 

এসময় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।