Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২০

বুড়িগঙ্গা নদীতে এমভি মনিং বার্ড লঞ্চ ডুবিতে মৃত ব‍্যক্তিদের ক্ষতিপূরণ দিয়েছে বিআইডব্লিউটিএ


প্রকাশন তারিখ : 2020-11-19

 

১৯ নভেম্বর/

মুন্সীগঞ্জ জেলা

 

বুড়িগঙ্গা নদীতে এমভি মনিং বার্ড লঞ্চ  ডুবিতে মৃত ব‍্যক্তিদের ক্ষতিপূরণ দিয়েছে বিআইডব্লিউটিএ।।।।।। গত ২৯-০৬-২০২০ বুড়িগঙ্গা নদীতে এম ভি মনিং বার্ড লঞ্চ ডুবিতে মৃত ব‍্যাক্তিদের স্বজনদের প্রতিজনকে ১৫০০০০(এক  লক্ষ পঞ্চাশ হাজার ) করে ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বিআইডব্লিউটিএ ।

অদ ১৯-১১-২০২০ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সভা কক্ষে  অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দিপক কুমার রায় এর সভাপতিত্বে  ৩৪ জন মৃত ব‍্যক্তির স্বজনদের ৫১০০০০০(একান্ন লক্ষ) টাকার চেক বিতরন কর হয় । চেক বিতরন  শোক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক জনাব মো: মনিরুজ্জামান তালুকদার,  বিআইডব্লিউটিএর পক্ষে পরিচালক হিসাব জনাব মো: আব্দুল আউয়াল পরিচালক, নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম ।

জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর পক্ষে বক্তব্যে মৃত ব‍্যক্তিদের আত্মার মাগফেরাত সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করা হয়। মৃত ব‍্যক্তিদের স্বজনেরা লঞ্চ ডুবির ঘটনায় দায়ী ব‍্যাক্তিদের শাস্তি সহ দায়ী লঞ্চ  মালিক হতে ক্ষতিপূরণ দাবী করেন ।