Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০২০

কমডোর গোলাম সাদেক অদ্য ১৯ ই জানুয়ারি ২০২০ তারিখে বিআইডব্লিউটিএ'র নতুন চেয়ারম্যান হিসাবে যোগদান করেছেন।


প্রকাশন তারিখ : 2020-01-20

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’তে সম্প্রতি চেয়ারম্যান পদে নৌ-বাহিনী হতে প্রেষণে কমডোর গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন যোগদান করেন। রংপুর ক্যাডেট কলেজের ষষ্ঠ ব্যাচের প্রাক্তন ছাত্র কমডোর গোলাম সাদেক, এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, ১৯৮৯ সালের পহেলা জুলাই বাংলাদেশ নৌ-বাহিনীতে কমিশন লাভ করেন। নৌ-বাহিনীর মৌলিক প্রশিক্ষণ তিনি রাজকীয় মালয়েশিয়ান নৌ-বাহিনী থেকে গ্রহণ করেছেন। কমডোর সাদিক নৌ-বাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমান্ড করেছেন। এর মাঝে উল্লেখযোগ্য হলো মিসাইল বোট, পেট্রোল ক্রাফট, মাইন সুৃৃইপার, অফশোর পেট্রোল ভেসেল ও ফ্রিগেট। তিনি নৌ-বাহিনীর তিনটি প্রশিক্ষণ ঘাটি শহীদ মোয়াজ্জেম. ঈসাখান ও বাংলাদেশ নেভাল একাডেমীর অধিনায়কত্ত করেন। এছাড়া স্টাফ অফিসার হিসাবে নৌ-প্রধানের ফ্ল্যাগ লেফটেন্যান্ট, নৌ-সদরে  প্ল্যানিং দপ্তরের উপ-পরিচালক, কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চীফ স্টাফ অফিসার ও কমান্ডার বিএন ফ্লীটের স্টাফ অফিসার অপারেশান্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের রাজকীয় নৌ-বাহিনী, মিরপুর স্টাফ কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী ওয়ার কলেজ ও বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

২০১৪ সালে তিনি নৌ-বাহিনীর বিভিন্ন অপারেশান ও প্রশিক্ষণ কর্মকান্ডে অবদান রাখার জন্য শান্তিকালীন পদক, নৌ-গৌরব পদক অর্জন করেন। কমডোর গোলাম সাদেক বিবাহিত জীবনে এক পুত্র ও কন্যা সন্তানের জনক। অবসর সময়ে তিনি বই পড়তে ও গলফ খেলতে পছন্দ করেন।  ছবি দেখুন...