বাংলাদেশ - ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় বিবির বাজার (কুমিল্লা)-দাউদকান্দি কে অন্তর্ভুক্তকরণ এর সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ১১/০৮/২০২০ গোলাবাড়ী, বিবিরবাজার স্থলবন্দরসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থান পরিদর্শন করেন । অতঃপর তিনি কুমিল্লার গোলাবাড়ী হতে দাউদকান্দি পর্যন্ত নৌপথ স্পীডবোটযোগে পরিদর্শন করেন ।