আজ ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএর এসপিটিআই, মাদারীপুর ক্যাম্পাসে ডিইপিটিসি, বরিশাল ও এসপিটিআই মাদারীপুরের ১২ তম ব্যাচের মেরীন প্রশিক্ষণার্থীদের বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সন্মানিত সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, (এস)। এছাড়াও পরিচালক (প্রমাস), পরিচালক (নৌ সওপ), পরিচালক (নৌনিট্রা), পরিচালক (বওপ), পরিচালক (হিসাব), পরিচালক (অর্থ), পরিচালক (নিরীক্ষা), প্রধান প্রকৌশলী (পুর) মহোদয় সহ কর্তৃপক্ষের বিভিন্ন শাখা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত হয়ে বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অর্থবহ করে তোলেন।