অদ্য ০৭/০৮/২০২৩ বিআইডব্লিউটিএ প্রধান দপ্তরে মুক্তিযোদ্ধা সৃতি মিলনায়তনে "Determination of Standard high water level ( SHWL) standard low water level (SLWL) and Re_ Classification of Inland waterways in Bangladesh " শীর্ষক সমীক্ষা খসড়া প্রতিবেদনের উপর মত বিনিময় কর্মশালা অনুস্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ড,এ,কে,এম আজাদুর রহমান যুগ্ম সচিব সদস্য প্রকৌশল বিআইডব্লিউটিএ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। কর্মশালা উপস্থাপিত প্রতিবেদনের উপর বিভিন্ন স্টেক হোল্ডার সহ নৌপরিবহন মন্তনালয় এর উদ্ধত্বন কর্মকর্তা গন তাদের মতামত প্রদান করেন