বিআইডব্লিউটিএ’র সম্মানিত চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ০৪-০৬-২০২১ খ্রি: পাটুরিয়া এবং দৌলতদিয়া লঞ্চ/ফেরী ঘাট পরিদর্শন করেন এবং গত ০৫-০৬-২০২১ খ্রি: মণিরামপুর ডিজিপিএস বিকন স্টেশন, নোয়াপাড়া নদী বন্দর , খুলনা নদী বন্দর, খুলনা ড্রেজার বেইজ পরিদর্শন করেন । এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।