বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক আজ দোহার উপজেলার মৈনুট ঘাট হতে গোপালপুর,চর ভদ্রাসন নৌরুটে ফেরী চলাচলের জন্য প্রস্থাবিত ঘাট এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় তিনি ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মজিবুর রহমান চৌধুরী মহোদয়ের সংগে আলোচনা সভায় অংশগ্রহণ করেন৷ এছাড়া চেয়ারম্যান মহোদয় শিমুলিয়া ও কাঠাঁলবাড়ী ফেরীঘাট, শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটের ড্রেজিং কার্যক্রম, শিমুলিয়া ড্রেজার বেইজের অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শন করেন৷ সফর সংগী হিসাবে প্রধান প্রকৌশলী( পুর), পরিচালক( ব ও প),পরিচালক( নৌ স ও প), অতিরিক্ত প্রধান প্রকৌশলী( ড্রেজিং) ও আন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷