বিআইডব্লিউটিএ ভবনের ৬ষ্ঠ তলায় কনফারেন্স রুমে আজ ০৯.১০.২০২৪ খ্রিঃ তারিখে Study for IWT Tariff Reforms (BRWTP-15/2) এর ড্রাফট ইনসেপশন রিপোর্ট এর উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। সূচনা বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ইঞ্জিঃ মোঃ আয়ুব আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী। সহযোগী প্রতিষ্ঠান i-VENTURE LIMITED এর পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন জনাব শেখ দস্তগির। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব ও সদস্য (প্রকৌশল) বিআইডব্লিউটিএ।