অদ্য দুপুর ১২.০০ ঘটিকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আবদুস সামাদ এর সভাপতিত্বে ঢাকার চারদিকে নদীর তীরভূমিতে সামাজিক বনায়নে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের সহিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও প্রকৃতি প্রেমী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ সমন্বয়ে এলাকা ভিত্তিক কমিউনিটি স্বেচ্ছাসেবী খন্ড খন্ড গ্রুপ করে তীরভূমিতে বৃক্ষরোপন ও পরিচর্যার মাধ্যমে ঢাকা শহরের চারপাশের নদীপাড়ে সবুজ বেষ্ঠনী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস, যুগ্ম-সচিব মনোজ কান্তি বড়াল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান জনাব গোলাম সাদেক, সদস্য অর্থ জনাব নুরুল আলম এবং সদস্য পরিকল্পনা ও পরিচালন জনাব মো: দেলোয়ার হোসেন, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ । বিস্তারিত দেখুন।