গত ১৫-০৯-২০১৯ তারিখ সকাল ১০:০ ঘটিকায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের রামচন্দ্রপুর মৌজায় তুরাগ নদের পাড় থেকে শুরু করে কামরাঙ্গীরচরের খোলামোড়া এলাকার বুড়িগঙ্গা নদীর কয়েকটি পয়েন্টে উচ্ছেদ পরবর্তী চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন নৌপরিবহন সচিব, জনাব মোঃ আবদুস সামাদ এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম।
উক্ত পরিদর্শনকালে নৌপরিবহন সচিব মহোদয় প্রকল্পের কাজের গুণগত মান ঠিক রাখা , প্রকল্পের কাজে গতিশীলতা আনায়ন এবং নদীর পাড়ে বৃক্ষরোপন করে সবুজ বেষ্টনী গড়ে তোলার উপর অধিকতর গুরুত্ব আরোপ করেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) এবং প্রকল্প পরিচালক জনাব মোঃ নুরুল আলম এবং বিআইডব্লিউটিএ’র সচিব কাজী ওয়াকিল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ । ছবি দেখুন