তথ্য অধিকার বিষয়ে ১৫-১১-২০২১ বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ের ১১ম তলায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটোরিয়ামে কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজিত । এ সময় প্রধান অতিথির বক্তব্যে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, তথ্য অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় । তিনি উপস্থিত সকলকে সঠিক পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ের মধ্যে এবং শুদ্ধ তথ্য সরবরাহের অনুরোধ করেন । তথ্য অধিকার কি, কোন ধরনের তথ্য প্রদান করা যাবে, কোন ধরনের তথ্য প্রদান করা যাবে না, তথ্য অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) ড: একেএম মতিউর রহমান । এ সময় উপস্থিত ছিলেন, কর্তৃপক্ষের সদস্যগণ, বিভাগীয় প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।