Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২০

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক এর সভাপতিত্বে গত ২২ এপ্রিল ২০২০ মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি. শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি) এর পক্ষে চলমান করোনা পরিস্থিতিতে সদরঘাটে কর্মহীন নৌ-শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।


প্রকাশন তারিখ : 2020-04-25

 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক এর সভাপতিত্বে গত ২২ এপ্রিল ২০২০ মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ  মাহমুদ চৌধুরী এম.পি.  শিপার্স  কাউন্সিল অব বাংলাদেশ  (এসসিবি) এর পক্ষে চলমান  করোনা পরিস্থিতিতে সদরঘাটে কর্মহীন নৌ-শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

 

এ সময়  সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে ঢাকা নদী বন্দর টার্মিনাল ভবনে পাঁচশত প্যাকেট সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও একটি সাবান রয়েছে। 

 
করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তায় শিপার্স  কাউন্সিল অব বাংলাদেশ  (এসসিবি) এগিয়ে এসেছে। এর আগে গত ১২ এপ্রিল নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এসসিবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিকট ২ হাজার পেকেট এবং ১৯ এপ্রিল মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নিকট ১ হাজার প্যাকেট  ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর ঊর্ধতন কর্মকর্তাগণ সহ এসসিবি এর চেয়ারম্যান রেজাউল করিম সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান উপস্থিত ছিলেন।