Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২০

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে ১৭/১০/২০২০ বিআইডব্লিউটিএ ভবনে “বাংলাদেশ নৌযান ফেডারেশনের বিভিন্ন দাবী দাওয়া পুরন বিষয়ক” একটি সভা অনুষ্ঠিত হয় ।


প্রকাশন তারিখ : 2020-10-17

 

নৌযান শ্রমিক ফেডারেশনের  দাবী নিয়ে  নৌপরিবহন মন্ত্রূনালয়ের বিভিন্ন সংস্হার আলোচনা।।।।।।।।। 

 

বিআইডব্লিউটিএর  চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এর সভাপতিত্বে ১৭/১০/২০২০ বিআইডব্লিউটিএ ভবনে “বাংলাদেশ  নৌযান ফেডারেশনের  বিভিন্ন দাবী দাওয়া পুরন বিষয়ক”  একটি সভা অনুষ্ঠিত হয় । সভাপতি সকলকে ধন‍্যবাদ জানিয়ে ফেডারেশনের নেতৃবর্গকে বক্তব্যে  রাখার অনুরোধ করেন । নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: শাহ আলম তাদের ১১ দফা দাবী তুলে ধরেন। আলোচনায় নৌপথে আইনশৃন্খলা রক্ষা আইন প্রয়োগের নামে নৌযান শ্রমিকদের হয়রানি বন্ধ, নৌশ্রমিকদের নিয়োগ পত্র, সার্ভিস বুক প্রদান, জীবন বীমা প্রবর্তন,প্রভিডেন্ট ফান্ড গঠন, খাদ‍্য ভাতা প্রবর্তন,কর্মস্হলে দূর্ঘটনায় মৃত্যুবরনকারী শ্রমিকদের ক্ষতিপুরন প্রদান সহ বিভিন্ন দাবির বিষয়ে আলোচনা হয় । বিভিন্ন দাবী পুরনের লক্ষ্যে  সরকারের  পক্ষে তাৎক্ষণিক নৌপথে আইনশৃঙ্খলা রক্ষা ও হয়রানি বন্ধের প্রয়োজনীয় ব‍্যবস্হা নেয়ার আশ্বাস প্রদান করা হয়। নৌযান মালিক সংশ্লিষ্ট বিষয় সমূহ সুরাহার লক্ষ্যে আগামী ডিসেম্বর ২০২০ পর্যন্ত নৌযান মালিক সমিতির নির্বাচন পর্যন্ত অপেক্ষার জন‍্য নৌযান শ্রমিকদের অনুরোধ করা হয়। নৌযান মালিক পক্ষের সাথে আলোচনা করে অতি সত্বর সমস্যা সমাধানে নৌযান শ্রমিকদের দাবী পুরনের ব‍্যবস্হা নেয়ার   আশ্বাস  প্রদান করা হয়। সভায় উপস্হিত  ও আলোচনায় অংশ গ্রহন করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো: জালাল উদ্দিন, শ্রম দপ্তরের পরিচালক, নৌপুলিশের প্রতিনিধি, সরকারি বিভিন্ন সংস্হার কর্মকর্তা এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: শাহ আলম, সাধারন সম্পাদক চৌধুরী আশিকুল আলম।