Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০২১

জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২০২১


প্রকাশন তারিখ : 2021-09-07

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সংস্থা প্রধানগণের মধ্য হতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে ২০২০-২০২১ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক । এ উপলক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে ০৭-০৯২০২১ ঢাকাস্থ বিআইডব্লউটিএ প্রধান কার্যালয়ের মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে এক সংবর্ধনার আয়োজন করা হয় । গোলাম সাদেক তার এই পুরস্কার বিআইডব্লিউটিএর সকল কর্মকর্তা-কর্মচারীদের উতসর্গ করেন । তিনি বলেন, এই পুরস্কার প্রাপ্তির পেছনে ব্যক্তি গোলাম সাদেকের অবদান ৫% এর বেশি নয়, বাকী ৯৫% আপনাদের । একই ধারায় সামনের দিনগুলোতে সকলকে সরকার তথা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কাজ করার প্রতি তিনি নির্দেশনা প্রদান করেন । তিনি বলেন, একতাবদ্ধভাবে একই লক্ষ্যে অবিচল থেকে যার যেই কাজ সেই কাজটুকু সঠিকভাবে করলে বিআইডব্লিউটিএ সামনের দিনগুলোতে আরো ভাল করবে এবং দেশ এগিয়ে যাবে । তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

 

ছবি দেখুন...