মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আজ পতাকা বিধি অনুযায়ী কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যত্রয়, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক পতাকা উত্তোলন করা হয়। জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শণ পূর্বক মুক্তিযুদ্ধে আত্নদানকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া ও মুনাজাত, করা হয়। ২৫ মার্চ ১৯৭১ সনে কালরাতে নিহতদের স্মরণে ২৫ মার্চ রাত ১১;০১ ঘটিকা হতে ১১;০১ ঘটিকা পর্যন্ত প্রতিকী ব্ল্যাক আউট কর্মসুচী পালন করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র সকল শাখা দপ্তর সহ সকল বন্দরে যথাযথ ভাব গাম্ভীর্যর সাথে অনুরুপ কর্মসুচী পালন করা হয়েছে।